ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাধারণ পরিষদে কাশ্মীর ইস্যু উত্থাপন পাক পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ০৪:১২, ২০ জানুয়ারি ২০১৯

সাধারণ পরিষদে কাশ্মীর ইস্যু উত্থাপন পাক পররাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি শুক্রবার সফররত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফারনানদা ইসপিওনোসার সঙ্গে বৈঠকে কাশ্মীর সমস্যার কথা উত্থাপন করেন। গত বছর সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর ইসপিওনোসার ইসলামাবাদ সফর হচ্ছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রথম সফর। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি কোরেশির সঙ্গে বৈঠকে বসেন। দুপক্ষ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। টাইমস অব ইন্ডিয়া। কোরেশি জানান, তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে কাশ্মীর সমস্যাটি উত্থাপন করে জাতিসংঘ প্রধানের কাছে সেখানকার মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে পাকিস্তানের উদ্বেগের বিষয়টি তাকে অবগত করা হয়। এই দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য এজন্য তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অক্ষরে বাস্তবায়ন করার আহ্বান জানান। কোরেশি অভিযোগ করেন যে, ভারত অব্যাহতভাবে লাইন অব কন্ট্রোলে (এলওসি) যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে। তিনি এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সহায়তা কামনা করেন। পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে যে, দুপক্ষই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে কার্যকর আলোচনা করেছে। কোরেশি তাকে জানান, পাকিস্তান ৩০ লাখের বেশি আফগান শরণার্থীকে গত চার দশক ধরে নিজদেশে আশ্রয় দিয়েছে। তিনি বলেন, আফগান সংঘাতের দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানের জন্য আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান সক্রিয়ভাবে জড়িত। কেননা পাকিস্তান বিশ্বাস করে, প্রতিবেশী দেশটিতে তার নিজের স্বার্থে শান্তি স্থাপন করতে হবে। ইসপিওনোসা মঙ্গলবার পর্যন্ত ইসলামাবাদে থাকবেন।
×