ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় মামলা

প্রকাশিত: ০৭:৪১, ১৯ জানুয়ারি ২০১৯

 মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবে ২০ শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম গজারিয়া থানায় এ মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মাদারীপুরের শিবচর থানার হাজী শুকুর হাওলাদারকান্দি গ্রামের মৃত করিম বেপারির ছেলে ট্রলারের সারেং (চালক) মোঃ হাবিব (৫৫)। এছাড়া ট্রলার মালিক নারায়ণগঞ্জের ফতুল্লার আকবরনগর গ্রামের মন্নাম দেওয়ানের ছেলে জাকির দেওয়ান (৪৫) এবং মালবাহী জাহাজের অজ্ঞাত নামা চালক। তবে হাবিব ও জাকির পলাতক রয়েছে। গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ জানান, বেপরোয়াভাবে নৌযান চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণহানির অপরাধে ধারা ২৮০/৩০৪ এর (ক) ধারায় মামলাটি রুজু হয়েছে। মামলা নং ২১। পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সীগঞ্জের মেঘনায় জাহাজের ধাক্কায় জাকির দেওয়ান নামের মাটি বোঝাই ট্রলারটি ডুবে যায়। এসময় ৩৪ জন শ্রমিকের মধ্যে ১৪ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে ২০ শ্রমিক।
×