ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমাদের প্রধানমন্ত্রী একজন সংস্কৃতি কর্মী’

প্রকাশিত: ০৬:১৩, ১৯ জানুয়ারি ২০১৯

 ‘আমাদের  প্রধানমন্ত্রী একজন সংস্কৃতি কর্মী’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সংস্কৃতি কর্মী। তিনি দেশটাকে এমন প্রজন্মের কাছে রেখে যেতে চান, যারা একটি সাংস্কৃতিক বিপ্লব আনবে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘দেশ-বিদেশ’ আলোকচিত্র প্রদর্শনীর ২য় দিনে তিনি এসব কথা বলেন। ‘ভ্রমণ ও সুস্থ সাংস্কৃতিক চর্চায় দূর হবে মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদের আগ্রাসন’ স্লোগান সামনে রেখে আলোকচিত্র সাংবাদিক আহমেদ পিপুল, আলোকচিত্র শিল্পী ও বিশ্বপর্যটক তানভীর অপুর আলোকচিত্র ‘দেশ-বিদেশ’ নামে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমুখ। প্রদর্শনী শেষে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আহমেদ পিপুল ও তানভীর অপু অসাধারণ উদ্যোগ নিয়েছে। তাদের এ কর্ম তরুণ প্রজন্মকে সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে মুক্ত রাখবে বলে মনে করি। বিশেষ অতিথির বক্তব্যে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছবি একটি শক্তিশালী মাধ্যম। একটি ছবি ১০ হাজার শব্দের চেয়ে শক্তিশালী। তাই আমরা বলি, ছবি হলো যোগাযোগের একটি আন্তর্জাতিক ভাষা। তিনি তরুণদের উদ্দেশে বলেন, দেশে অসাধারণ সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে তরুণ প্রজন্মকে ভ্রমণ ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। উল্লখ্য, ভ্রমণপ্রিয় আলোকচিত্রী-সাংবাদিক আহমেদ পিপুল ও বিশ্ব পর্যটক খ্যাত আলোকচিত্রী তানভীর অপু নানা দেশে ঘুরে বিভিন্ন প্রকৃতি ও গুরুত্বপূর্ণ স্থানের দৃশ্য ক্যামেরায় বন্দী করেছেন। আর সেসব ছবি নিয়েই ঢাকা বিশবিদ্যালয়ের চারুকলার জয়নুল আর্ট গ্যালারিতে চলছে তিনদিনের প্রদর্শনী। ১৭-১৯ জানুয়ারি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
×