ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মানবদেহ থেকে ৫০ পাউন্ডের টিউমার অপসারণ

প্রকাশিত: ০৬:১২, ১৯ জানুয়ারি ২০১৯

 মানবদেহ থেকে ৫০ পাউন্ডের  টিউমার অপসারণ

যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ব্রেন্দা ক্রিডল্যান্ড। হঠাৎ অস্বাভাবিক মোটা হয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু এদিকে তার কোন খেয়াল ছিল না। অবহেলা করে চিকিৎসকের কাছেও যাননি। তার ধারণা ছিল প্রিয়ড অনিয়মিত হওয়ার দরুন তিনি মোটা হয়ে যাচ্ছেন। তবে কয়েকদিনের মধ্যে তার ধারণা পাল্টে যায়। এক পর্যায়ে সংসারের লোকেরা তাকে জোরপূর্বক চিকিৎসকের কাছে নিয়ে যায়। প্রাথমিক পরীক্ষা শেষে ডাক্তারের চোখ তো চড়কগাছ। কারণ ব্রেন্দা ক্রিডল্যান্ড পাক্কা ৫০ পাউন্ডের একটি টিউমার বয়ে বেড়াচ্ছেন। এরপর আড়াই ঘণ্টার চেষ্টায় ব্রেন্দার শরীর থেকে টিউমারটি অপসারণ করা হয়। আর ভাগ্যক্রমে বেঁচে যান এই নারী। অস্ত্রোপচারের পর ব্রেন্দা ক্রিডল্যান্ড বলেন, আমি ডাক্তারের কাছে যেতে চাইতাম না। আর এই প্রবণতার জন্য আমি মরতে বসেছিলাম। এই নারীর অস্ত্রোপচারে অংশ নেয়া চিকিৎসক কনর বলেন, ব্রেন্দা ক্রিডল্যান্ডকে দেখে আমরা বিস্মিত হয়ে যাই। কারণ এই অবস্থায়ও তিনি ডাক্তারের কাছে আসেনি। আমার মনে ব্রেন্দা ক্রিডল্যান্ড এখন অন্য নারীদের কাছে উদাহরণ হয়ে থাকবেন। কারণ অনেক নারীর মধ্যে ডাক্তারের কাছে না আসার প্রবণতা রয়েছে। -মিয়ামি হেরাল্ড অবলম্বনে।
×