ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিতর্ক ছাপিয়ে শেষ আটে বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ জানুয়ারি ২০১৯

 বিতর্ক ছাপিয়ে শেষ আটে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ শঙ্কা কাটিয়ে স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সিলোনা। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে অতিথি লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। ঘরের মাঠ ন্যুকাম্পে বার্সার হয়ে দুই মিনিটে জোড়া গোল করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা উসমান ডেম্বেলে। অপর গোলটি করেন দলের সেরা তারকা ও প্রাণভোমরা লিওনেল মেসি। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের জয় নিয়ে পরের রাউন্ডের ছাড়পত্র পেয়েছে বার্সিলোনা। প্রথম লেগে লেভান্তের মাঠে ২-১ গোলে হারায় বাদ পড়ার শঙ্কা জেগেছিল আর্নেস্টো ভালভার্ডের দলের। ওই লেগে দলের সেরা তারকাদের বিশ্রাম দিলেও ফিরতি লেগে ঝুঁকি নেননি কাতালান বস। তার ফলও পেয়েছেন সহজ জয় পেয়ে। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা বার্সিলোনাকে প্রথম গোল পেতে আধাঘণ্টা অপেক্ষা করতে হয়। ৩০ মিনিটে গোলের শুরু করেন ডেম্বেলে। লেভান্তের ডিফেন্ডারদের ভুলে প্রতিপক্ষের গোলবারের কাছেই বল পেয়ে যান ফরাসী তারকা। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলকে জালের স্পর্শ দেন তিনি। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন ফরাসী এই স্ট্রাইকার। দলের সেরা তারকা মেসির কাছ থেকে বল পেয়ে লেভান্তের গোলমুখে শট নিয়েছিল তিনি। তার শট লেভান্তের গোলরক্ষকের পায়ে লেগে জালে প্রবেশ করে। এ অবস্থায় চালকের আসনে যায় স্বাগতিকরা। কারণ শেষ আটে উঠার জন্য অন্তত ২-০ ব্যবধানে জয় প্রয়োজন ছিল বার্সার। তবে শেষ আটের টিকেট আরও সহজে কাটতে চেয়েছিলেন মেসি। তাই ৫৪ মিনিটে লেভান্তের জালে ম্যাচের তৃতীয় গোলটি করেন মেসি। মেসিকে গোল করতে সহায়তা করেন জোড়া গোলদাতা ডেম্বেলে। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সিলোনা। টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া লেভান্তে ম্যাচ শেষে জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে বার্সিলোনার বিপক্ষে নালিশ করতে যাচ্ছে তারা। কেননা নিষেধাজ্ঞায় থাকা এক খেলোয়াড়কে খেলিয়েছে বার্সা। লেভান্তের দাবি, বার্সার ডিফেন্ডার জুয়ান চুমির পাঁচ ম্যাচে হলুদ কার্ড দেখেছেন নিয়ম অনুযায়ী তিনি এক ম্যাচ নিষিদ্ধ অর্থাৎ স্কোয়াডের বাইরে থাকবেন। কিন্তু এর আগে প্রথম লেগে এই স্প্যানিশ ডিফেন্ডারকে মাঠে নামিয়েছে বার্সা। লেভান্তের অভিযোগ প্রমাণ হলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মেসিদের আর খেলতে হবে না। বহিষ্কার হতে হবে বার্সাকে। লেভান্তে প্রেসিডেন্ট কিকো জানিয়ে দিয়েছেন, এই বিষয়ে আইনী লড়াইয়ে যাবেন তারা। ক্লাব কোন ছাড় দিতে প্রস্তুত নয়। কিকো এ প্রসঙ্গে বলেন, মাঠে যাই ঘটুক না কেন লেভান্তে ফেডারেশনে যাবে। আমরা মনে করছি আমাদের কাছে যথেষ্ট শক্ত প্রমাণ আছে। যা ক্লাবের সিদ্ধান্তের পক্ষে সমর্থন দেবে। তবে বার্সা কোচ আর্নেস্টো ভালভের্ডের মতে তারা কোন ভুল করেননি। নিয়ম ঠিকই মানা হয়েছে। আর চুমির ৫টি হলুদ কার্ড খাওয়ার অভিজ্ঞতা হয়েছে বার্সা ‘বি’ দলের হয়ে। যা কোপা ডেল’রেতে প্রযোজ্য হবে না। বার্সা বস বলেন, চুমির বিষয়টি নিয়ে আমরা কোন দ্বিধায় নেই। পূর্বেও ছিল না, এখনও নেই, সামনেও থাকার কিছু নেই। শিষ্যদের প্রশংসা করে ভালভার্ডে বলেন, ছেলেদের কাছ থেকে এমন পারফর্মেন্সই আশা করেছিলাম। এমন জয়ের জন্য ছেলেদের অভিনন্দন। প্রতিপক্ষকে নিয়ে আমরা বেশি পরিকল্পনা করেছিলাম। পরিকল্পনাগুলো সঠিকভাবে কাজে লেগেছে।
×