ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ জানুয়ারি ২০১৯

ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে ৩-০ ব্যবধানে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায়। কোচ মিকি আর্থার মনে করেন, সংক্ষিপ্ত ফরমেটে তাদের ভাল করার সামর্থ্য রয়েছে। তিনি বলেন, ‘টেস্টের তুলনায় ওয়ানডেতে নিঃসন্দেহে আমরা অনেক ভাল দল। রঙিন পোশাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্য আমার দলের রয়েছে।’ তবে কিন্তু কাজটা সহজ নয়। প্রতিকূল কন্ডিশনে সরফরাজ আহমেদরা যে টেস্টে ন্যূনতম প্রতিরোধটুকুও গড়তে পারেনি। তিন ম্যাচ সিরিজে কোন টেস্টই চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতি পর্যন্ত গড়ায়নি। তবে শর্ট পিচ বোলিং নিয়ামক না হওয়ায় ৫০ ওভার ফরমেটে আশাবাদী তারা। পোর্ট এলিজাবেথে আজ বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে বৃষ্টি বিঘ্নিত এক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল পাকিস্তান। সেই থেকে শুরু করে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের জয়ের রেকর্ড ১৭-১০। গত বছরের শেষ দিকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের অন্তর্ভুক্তিতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ শক্তিশালী হবে। তা ছাড়া দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন দুই স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসিম। দলে আছেন তুখোড় আক্রমণাত্মক ব্যাটসম্যান ফখর জামান। শর্ট বলে নড়বড়ে বাঁহাতি এ ওপেনার টেস্ট সিরিজে চার ইনিংসে মাত্র ৩২ রান করলেও ওয়ানডে ক্রিকেটে তার স্কোরিং সক্ষমতা অতুলনীয়। ওয়ানডেতে সময়ের অন্যতম সফল এ ব্যাটসম্যানের ৫০ ওভার ফরমেটে ৫৭ দশমিক ৯৫ গড়ে রান সংখ্যা ১২৭৫। চলতি বছরের মাঝামাঝিতে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে এ সিরিজটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার স্পেশালিস্ট বোলার নিয়ে নিজেদের বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছে শিরোপর অন্যতম দাবিদার প্রোটিয়ারা। তবে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাটিং অর্ডারে সাত নম্বরে এখনও একজন ব্যাটিং অলরাউন্ডার ঠিক করতে পারেনি তারা। কেবলমাত্র সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। যেখানে অভিজ্ঞ ফাস্ট বোলার ডেল স্টেইন ও উইকেটরক্ষক কুইন্টন ডি কককে বিশ্রাম দেয়া হয়েছে। এমন পরিবর্তনে নিজকে প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছে ওপেনিং ব্যাটসম্যান এইডেন মার্করাম। কেননা এ ফরমেটে এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। এছাড়া টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পুরস্কার হিসেবে ওয়ানডেতে ডাক পেয়েছেন তরুণ ফাস্ট বোলার ডুয়াইন অলিভার। এক টেস্টের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ানডে সিরিজে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। অভিজ্ঞ হাশিম আমলার কাছ থেকে স্বাগতিকরা বেশি কিছু আশা করবে। অধিনায়ক সেটিই বলেছেন। সম্প্রতি একেবারেই নিজের মতো খেলতে পারছেন না আমলা।
×