ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষ্ণা-মারিয়াদের পেরেন্টস ডেতে বাফুফের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০১৯

 কৃষ্ণা-মারিয়াদের পেরেন্টস ডেতে বাফুফের চুক্তি স্বাক্ষর

স্পোর্টস রিপোর্টার ॥ বাফুফে ভবনে চলমান আবাসিক মহিলা ফুটবল ক্যাম্পে অবস্থানরত মহিলা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ‘পেরেন্টস ডে’ মতিঝিলস্থ বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। এই ‘পেরেন্টস ডে’ উপলক্ষে বাফুফে ক্যাম্পে অবস্থানরত মহিলা ফুটবল খেলোয়াড়গণ ও তাদের অভিভাবকদের সঙ্গে মহিলা ফুটবল সংক্রান্ত পরবর্তী বিভিন্ন কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়। এই ‘পেরেন্টস ডে’ অনুষ্ঠানে বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন এবং বাফুফে নির্বাহী সদস্য, মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান, ফিফা কাউন্সিল মেম্বার ও এএফসি সদস্য মাহফুজা আক্তার কিরণ উপস্থিত ছিলেন। বাফুফে সভাপতি প্রথমে অভিভাবকদের ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানান, সব মহিলা ফুটবল খেলোয়াড়দের তাদের খেলার জন্য প্রশংসা করেন এবং বাংলাদেশের ভাবমূর্তি মহিলা ফুটবল খেলায় উজ্জ্বল করাতে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেন। মহিলা ফুটবল উন্নয়নে সব ধরনের আর্থিক সহযোগিতা অতীতের মতো বরাবর করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্যারেন্টস এডুকেশন ওয়ার্কশপ শেষে অভিভাবকদের সঙ্গে ৩৬ ফুটবল খেলোয়াড়দের সঙ্গে বাফুফের চুক্তি স্বাক্ষরিত হয়। এক বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। তিন ক্যাটাগরিতে খেলোয়াড়রা চুক্তিবদ্ধ হয়েছেন।
×