ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিপিএলকে বিশেষ আমলে নিচ্ছেন না রোডস

প্রকাশিত: ০৫:৪১, ১৯ জানুয়ারি ২০১৯

 বিপিএলকে বিশেষ আমলে নিচ্ছেন না রোডস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) চলছে। এই লীগে যারা বিশেষ নৈপুণ্য দেখাতে পারবেন, তাদের জাতীয় দলে যুক্ত হওয়ার সুযোগও থাকবে। এমন ধারণার যেন ভুল প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। তিনি বিপিএলকে বিশেষ আমলে নিচ্ছেন না। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। সেই সিরিজে নেই কোন টি২০ ম্যাচ। আছে ওয়ানডে ও টেস্ট ম্যাচ। এরপর বিশ্বকাপ তো ওয়ানডে ফরমেটেই হবে। তার মানে টি২০ নিয়ে আসলেই এখন ভাবার কোন সুযোগ নেই। আর তাই কোচ টি২০ ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএলকে বিশেষ আমলে নিচ্ছেন না। তিনি ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেই এখন আছেন সিলেটে। লীগে জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখছেন। তিনি শুক্রবার জানিয়েছেন, ‘আমার মনে হয় বিপিএলে কেউ ভাল করুক বা খারাপ, আমাদের উচিত হবে না সেটিকে খুব গভীরভাবে নেয়া। বিশ্বকাপের সংস্করণই আলাদা। আর ওয়ানডেতে আমরা যথেষ্টই ভাল করছি। তাই বিপিএলের পারফর্মেন্সে আমি খুব প্রভাবিত হওয়ার কিছু দেখছি না।’ সঙ্গে যোগ করেন, ‘অবশ্যই আমরা চাই ছেলেরা এই টুর্নামেন্টে ভাল করুক। ওরাও চায় ভাল করতে। টিভি ক্যামেরার সামনে, দর্শকের সামনে, নির্বাচক ও বিশ্ব ক্রিকেটের দারুণ সব ক্রিকেটারদের সামনে ভাল খেলতে পারলে তা দারুণ বিষয়। কিন্তু বিশ্বকাপের দল নির্বাচনে এখানকার পারফর্মেন্সের প্রতিফলন খুব একটা পড়বে না।’ বিপিএল শেষ হবে ৮ ফেব্রুয়ারি। ১৩ ফেব্রুয়ারি থেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। বিপিএল খেলে সেই সিরিজে কতটা ভাল করতে পারবে বাংলাদেশ? কোচ জানান, ‘আমরা যে এ রকম উইকেটে খেলে যাচ্ছি, নিউজিল্যান্ড যেন না জানে! (হাসি)। সত্যি বলতে, বিপিএল খেলেই সরাসরি নিউজিল্যান্ডে ওয়ানডে খেলতে যাওয়া আদর্শ প্রস্তুতির ধারে কাছেও নয়। কিন্তু এ নিয়ে কি-ই বা করার আছে আমাদের! বিপিএল দারুণ টুর্নামেন্ট। কোন একটি সময়ে আয়োজন করতেই হতো, এই সময় করা ছাড়া আর উপায় ছিল না।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা এই বাস্তবতা বুঝি। যারা ওয়ানডে দলে থাকবে, এটির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা জানি, ওয়ানডে সিরিজের জন্য আমাদের প্রস্তুতিতে খুব তাড়াহুড়ো থাকবে। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং যে ম্যাচই আসুক, জয়ের চেষ্টা করতে হবে। টেস্ট যারা খেলবে, ওরা একটু সময় পাবে মানিয়ে নেয়ার। আশা করি ওদের সমস্যা হবে না। নিউজিল্যান্ডে জেতা অনেক কঠিন হবে অবশ্যই। তবে যদি আমরা ভাল কিছু ফল বের করে আনতে পারি, ওয়ানডেতে আমরা সঠিক পথেই থাকব।’ নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডে রয়েছে। এরপর বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে একটি তিন জাতি সিরিজ খেলবে বাংলাদেশ। আর কোন আন্তর্জাতিক ওয়ানডে খেলা নেই। কোচ আয়ারল্যান্ড সফরকেই ভাল প্রস্তুতি হিসেবে দেখছেন, ‘আয়ারল্যান্ড সফর আমাদের জন্য ভালা প্রস্তুতি হবে। দেশ ছাড়ার আগে মিরপুরে আমাদের ছোট্ট একটি ক্যাম্প হবে। তার পর আয়ারল্যান্ডে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিকদের সঙ্গে খেলে ভাল অভিজ্ঞতা হবে। ওখানকার ঠা া ও ভেজা আবহাওয়ায় মানিয়ে নিতে হবে। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে যেতে যেতে উইকেটগুলো শুষ্ক হতে শুরু করবে। আশা করি, দল তখন জয়ের ধারাবাহিকতায় থাকবে।’ বিপিএলকে আমলে না নিলেও কয়েকজনের নৈপুণ্য কোচের মনে ধরেছে। এ নিয়ে কোচ জানিয়েছেন, ‘আমাদের খেলোয়াড়দের পারফর্মেন্স ওঠানামা করছে। কয়েকজন খুবই ভাল খেলেছে। বিশেষ করে কয়েকজন বোলারের নাম বলব যেমন- তাসকিন, শফিউল ও আরও কয়েকজন খুবই ভাল করেছে। স্পিনাররা ভাল করেছে। এতে বোঝা যাচ্ছে আমাদের স্পিন বোলিং কতটা শক্তিশালী। ব্যাটসম্যানরাও কখনও কখনও ভাল করেছে। লিটন সেদিন খুব ভাল খেলেছে। মুশফিক ভাল খেলেছে মিরপুরে। স্থানীয় খেলোয়াড়দের জন্য কাজটা মোটেও সহজ নয়। কখনও কখনও তারা পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না। অনেক বিদেশী তারকা এখানে আছে। টুর্নামেন্টের বাকি পর্বে তারা আরও ভাল করবে, এটাই আশা করছি। সেটি হলে অনেক ভাল হবে।’
×