ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উ. কোরিয়ার শীর্ষ কূটনীতিকের ওয়াশিংটন সফর

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ জানুয়ারি ২০১৯

 উ. কোরিয়ার শীর্ষ কূটনীতিকের  ওয়াশিংটন সফর

উত্তর কোরিয়ার এক শীর্ষ জেনারেল বিরল এক সফরে শুক্রবার ওয়াশিংটনে পৌঁছেছেন। এ সফর চলাকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করবেন বলে ধারণা কার হচ্ছে। দেশ দুটি নিরস্ত্রীকরণ ও দশকের পর দশক ধরে চলা বৈরী সম্পর্ক নিরসনের লক্ষ্যে নতুন করে বৈঠক চূড়ান্ত করার চেষ্টা করছে। এএফপি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ডান হাত হিসেবে পরিচিত কিম ইয়ং চল বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানীতে পৌঁছান। এক সময়ের ক্রমবর্ধমান উত্তেজনা কমে আসার এক বছর পর এটি হচ্ছে সর্বশেষ শান্তি মিশন। উত্তর কোরিয়ার এ আলোচক হঠাৎ করে যুক্তরাষ্ট্রে তার পরিকল্পিত সর্বশেষ আলোচনা বাতিল করেন এবং ওই সময় প্রশাসন সাবধানতা অবলম্বন করায় তার সফরের অগ্রগতির বিষয়ে কোন ঘোষণা দেয়া হয়নি। উল্লেখ্য, দুই মাস আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে নিউইয়র্কে তার বৈঠক করার কথা ছিল। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক সূত্র জানায়, পম্পেও ওয়াশিংটনে এক ভোজসভায় শুক্রবার চলকে স্বাগত জানাবেন এবং পরে তারা একসঙ্গে হোয়াইট হাউসে যাবেন বলে আশা করা হচ্ছে।
×