ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ স্থগিতের পাল্টা ব্যবস্থা

স্পীকারের বিদেশ সফর বাতিল করলেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:৩২, ১৯ জানুয়ারি ২০১৯

স্পীকারের বিদেশ সফর বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জোর করে প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসির আসন্ন ব্রাসেলস ও আফগানিস্তান সফর বাতিল করলেন। তিনি স্পীকারকে সরকারের আংশিক অচলাবস্থা শেষ করার জন্য সমঝোতা করতে দেশে থাকতে বললেন। এএফপি ও বিবিসি। সামরিক বিমান ব্যবহার করে পেলোসি ও তার সঙ্গের প্রতিনিধি দলের সফর বাতিল করতে সক্ষম হন ট্রাম্প। বুধবার পেলোসি রাজনৈতিক অচলাবস্থার মধ্যে প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছিলেন। তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া হলো। ওয়াশিংটনে ইতোমধ্যে ফেডারেল কর্মীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। সরকারের অচলাবস্থা চতুর্থ সপ্তাহ পার করছে। যেখানে লাখ লাখ কর্মী বিনা বেতনে কাজ করে যাচ্ছে। বিষয়টি এখন প্রধান দুই ব্যক্তির ব্যক্তিগত রেষারেষির পর্যায়ে চলে গেছে। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, স্পীকার পেলোসির সফরের মাত্র এক ঘণ্টা আগে সফরটি ট্রাম্প বাতিল করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পেলোসির বিমানে ওঠার কথা। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স প্রেসিডেন্টের চিঠিটি টুইটারে শেয়ার করে সফর বাতিলের কথা জানান। পেলোসিকে লেখা ট্রাম্পের বিদ্র‍ুপাত্মক চিঠিতে প্রেসিডেন্ট লিখেছেন, আমি আপনাকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার ব্রাসেলস, মিসর ও আফগানিস্তান সফর স্থগিত করা হয়েছে। অচলাবস্থা শেষ হওয়ার পর আমরা এই সাতদিনের সফর পুনর্নির্ধারণ করব। আমি নিশ্চিত যে আপনি এই স্থগিতের বিষয়টিকে উপযুক্ত মনে করে সম্মতি দেবেন। এ বিষয়ে ট্রাম্প পরামর্শ দেন যে, পেলোসি সফরে যেতে বেসরকারী বিমান ভাড়া করতে পারেন। ট্রাম্প লেখেন, অবশ্যই যদি আপনি আপনার সফরে যেতে চান তবে বাণিজ্যিক বিমান ভাড়া করতে পারেন। যা আপনার জন্য বিশেষ অগ্রাধিকার হবে। যদিও পেলোসি ও তার প্রতিনিধিরা এই সফরে যাবেন বলে জানিয়েছেন। এজন্য তারা একটি বেসামরিক বিমান ভাড়া করেছেন। পেলোসির দফতর জানিয়েছে, সফরের পরিকল্পনায় মিসরকে বাদ দেয়া হয়েছে। কংগ্রেসের উপদেষ্টাদের মতে, বেশ কয়েকজন আইন প্রণেতা বৃহস্পতিবার ইতোমধ্যে ইউএস ক্যাপিটোল ছেড়ে বাসে উঠেছে। বৃহস্পতিবার বিকেলেই হোয়াইট হাউস ঘোষণা করে যে তারা সুইজারল্যান্ডের ডাভোসে এ মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে মার্কিন প্রতিনিধি দল পাঠাবে না। যুক্তরাষ্ট্রের সরকারের আংশিক অচলাবস্থার জন্য এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। সফর বাতিল করাটি পেলোসির ২৯ জানুয়ারি প্রেসিডেন্টের কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ স্থগিত করার পরামর্শকে অনুসরণ করে করা হয়েছে। পেলোসি পরামর্শ দিয়েছেন, প্রেসিডেন্ট ইচ্ছা করলে তা হোয়াইট হাউস থেকে করতে পারেন। যদিও পেলোসি নিরাপত্তার কারণে অচলাবস্থার প্রভাবের কথা উল্লেখ করেছেন। ট্রাম্পের পদক্ষেপটি এমন এক সময়ে নেয়া হলো যখন মার্কিন ফেডারেল সরকারের অচলাবস্থা ২৭ দিন পার করেছে। রিপাবলিকান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার তহবিল কংগ্রেসের কাছ থেকে দাবি করেছেন। ডেমোক্র্যাটরা তা প্রত্যাখ্যান করেছে। সফরের জন্য প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য ইলাইনি লুরিয়াও ওয়াশিংটন ছেড়েছেন। এক বিবৃতিতে তিনি আমেরিকানদের প্রকৃত অবস্থা উপলব্ধি করে তা প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান ও বুদ্ধিদীপ্ত সমালোচনার প্রশংসা করেন। তিনি বলেন, কংগ্রেসের ওপর নজরদারি করার দায়িত্ব ও প্রেসিডেন্টের আমাদের সাংবিধানিক কর্তব্য পালনে হস্তক্ষেপ করা সম্পূর্ণ অনুপযুক্ত। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম অভিযোগ করেন, চিঠিটি প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়নের সঙ্গে রাজনৈতিক খেলা হিসেবে ব্যবহার করা হয়েছে।
×