ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাবনায় ভুয়া চিকিৎসকের কারাদন্ড

প্রকাশিত: ০৫:২৯, ১৯ জানুয়ারি ২০১৯

 পাবনায় ভুয়া  চিকিৎসকের  কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৮ জানুয়ারি ॥ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অভিযান চালিয়ে এমআই মানিক (৪২) নামে এক ভুয়া (এমবিবিএস) চিকিৎসককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলার ভেড়ামারা বাজার থেকে তাকে আটক করা হয়। মানিক পার্শ¦বর্তী ফরিদপুর উপজেলার পার-ফরিদপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। ভাঙ্গুড়া থানার উপপরির্দশক (এসআই) একরামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এসময় তাকে এক মাসের কারাদন্ড দেয়া হয়। মানিক দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছেন আদালতের নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মাছুদুর রহমান।
×