ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘোড়ায় চড়ে সংবর্ধনা নিলেন ভূমিমন্ত্রী জাবেদ

প্রকাশিত: ০৫:২৩, ১৯ জানুয়ারি ২০১৯

  ঘোড়ায় চড়ে সংবর্ধনা নিলেন ভূমিমন্ত্রী  জাবেদ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৮ জানুয়ারি ॥ চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ঘোড়ায় চড়ে সংবর্ধনা নিয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকার কেইপিজেডের প্রধান গেট এলাকায় কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা আ’লীগের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪টায় ভূমিমন্ত্রী জাবেদ গাড়িবহর নিয়ে ঝুমুর কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছলে সেখানে এক জোড়া ঘোড়াসহ একটি গাড়ি আগে থেকেই উপস্থিত রাখা হয়। ওই গাড়ি করেই মন্ত্রী সংবর্ধনাস্থলে যোগ দেন। এ সময় কর্ণফুলী-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে শত শত সিএনজি, বাসসহ বিভিন্ন গাড়ি আটককে যানজট সৃষ্টি হয়। সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মন্ত্রী করায় খুশি এক জোড়া ঘোড়া এনে রাজকীয়ভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। আনোয়ারা উপজেলার ইঞ্জিনিয়ার আবদুল মালেক নামের এক আ’লীগ নেতা নিজ উদ্যোগে মন্ত্রীর জন্য ঘোড়া ও গাড়ি ব্যবস্থা করেন। বিকেল পৌনে ৫টায় সভাস্থলে ঘোড়া নিয়ে পৌঁছেন মন্ত্রী। কর্ণফুলী উপজেলা আ’লীগ সভাপতি ও কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এতে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, সাবেক মহিলা এমপি চেমন আরা তৈয়ব, এ্যাডভোকেট জসিম উদ্দিন খান, পটিয়া উপজেলা আ’লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ জোবায়ের, কামাল চৌধুরী। দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ চট্টগ্রামে পূর্ণ মন্ত্রীর মর্যাদা ফিরিয়ে আনায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে দলীয় লোকজন সংবর্ধনার মাধ্যমে ভূমিমন্ত্রী হিসেবে বরণ করে নিয়েছেন।
×