ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাবার কিনতে লাইনে বিল গেটস

প্রকাশিত: ০৪:৪৫, ১৯ জানুয়ারি ২০১৯

 খাবার কিনতে লাইনে বিল গেটস

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তারপরও তার মধ্যে নেই কোন দম্ভ। তিনি আর চার-পাঁচটা সাধারণ মানুষের মতো চলেন। শীর্ষ ধনী হলেও নিয়ম মানতে পছন্দ করেন। সম্প্রতি তার এমনই একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। মার্কিন বিজনেস টাইকুনকে গত রবিবার এক বার্গারের দোকানে দেখা গিয়েছে একেবারে সাধারণ পোশাকেও। লাল সোয়েটার, ছাই-রঙা প্যান্ট ও কালো স্নিকার পরে পকেটে হাত রেখে বার্গারের অপেক্ষা করছিলেন তিনি। মাইক্রোসফটের সাবেক কর্মী মাইক গ্যালোস এই ছবি শেয়ার করেছিলেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে নিমেষে। প্রায় ১২ হাজারবার শেয়ার হয়েছে পোস্টটি। গ্যালোস বলেন, ছবিটি তিনি তোলেননি। তিনি এটি রবিবার মাইক্রোসফটের সাবেক আরেক কর্মীর কাছ থেকে পেয়েছেন। বিল গেটস যে বার্গার কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন তাতে সর্বোচ্চ ৭ দশমিক ৬৮ মার্কিন ডলার খরচ হয়েছে তার। -ডেইলি মেইল অবলম্বনে
×