ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে হাইটেক পার্ক ॥ জমি পরিদর্শনে মন্ত্রী

প্রকাশিত: ০৪:০৪, ১৯ জানুয়ারি ২০১৯

 চট্টগ্রামে হাইটেক  পার্ক ॥ জমি  পরিদর্শনে  মন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তথ্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও আইসিটি খাতে দেশের আয় বাড়াতে চট্টগ্রামের চান্দগাঁওয়ের বহদ্দারহাট, সীতাকুন্ড ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে হাইটেক পার্ক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ করা জমি পরিদর্শন করেন। এ সময় তিনি তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটাতে বর্তমান সরকারের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, হাইটেক পার্ক বাস্তবায়িত হলে নতুন প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ আরও বেড়ে যাবে। শুক্রবার নগরীর চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় হাইটেক পার্ক নির্মাণের জন্য সিটি কর্পোরেশনের প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে মন্ত্রীকে প্রস্তাবিত এলাকায় নিয়ে যান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় মেয়র জানান, হাইটেক পার্ক নির্মাণের জন্য পার্ক কর্তৃপক্ষকে নিজস্ব ভূমি বরাদ্দ দিয়েছে সিটি কর্পোরেশন। তাছাড়া আগ্রাবাদ এলাকায় কর্পোরেশনের নিজস্ব একটি মার্কেট উর্ধমুখী সম্প্রসারণের কাজ চলছে। ভবনটির ৬ষ্ঠ থেকে ১০ম তলা পর্যন্ত হাইটেক পার্ক নির্মাণ করবে কর্তৃপক্ষ। ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় প্রস্তাবিত হাইটেক পার্কের জমিও পরিদর্শন করেন। এ সময় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী মন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে তথ্য-প্রযুক্তি উন্নয়ন সম্পর্কে অবহিত করেন। তিনি বিশ^বিদ্যালয়ে তথ্য প্রযুুক্তির প্রচার-প্রসার ও জ্ঞান-গবেষণার ক্ষেত্র আরও সম্প্রসারণে হাইটেক পার্ক প্রতিষ্ঠার ব্যাপারে ইতোমধ্যেই এলাকায় ১০০ একর ভূমি অনুমোদনের বিষয়টি জানান। মন্ত্রী এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিদর্শনকালে হাইটেক পার্কের ফোকাল পার্সন চবি আইসিটি সেলের পরিচালক এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ হানিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার, মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, আইসিটি সেলের সহকারী পরিচালকবৃন্দ, প্রক্টর (ভারপ্রাপ্ত) লিটন মিত্র, এস্টেট শাখার প্রশাসক প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন প্রমুখ।
×