ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় নদীতে বালু তুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৩, ১৯ জানুয়ারি ২০১৯

  বগুড়ায় নদীতে বালু তুলতে গিয়ে দুই শ্রমিকের  মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে নদী থেকে বালু তুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেন- খায়রুল (২৮) ও মোশারফ (২০)। তাদের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপর গ্রামে। পুলিশ জানায়, দক্ষিণ ছাতরা গ্রামের কাজীপাড়া মসজিদের নিকট নাগর নদীতে বোরিং করে একই এলাকার নাছির উদ্দিন নামে এক বালু ব্যবসায়ীর শ্রমিকরা বালু তুলছিলেন। ১৫/২০ ফুট বোরিং করে সেখানে মেশিন নামিয়ে বালু তোলা হচ্ছিল। এ সময় পাইপে সমস্যা হওয়ায় এক শ্রমিক গর্তে নামে। পরে অপর শ্রমিক তাকে উদ্ধার করতে নিচে নামলে বালুর চাপ ভেঙ্গে পড়ায় দু’জনই আটকা পড়ে। স্থানীয় লোকজন পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
×