ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিপণ না পেয়ে নির্যাতন ॥ হোতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৩, ১৯ জানুয়ারি ২০১৯

 মুক্তিপণ না পেয়ে  নির্যাতন ॥ হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে অপহরণের পর শাহ আলম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে শারীরিকভাবে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। অপহরণের পর তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু মুক্তিপণের টাকা না পেয়ে ওই ব্যক্তির ওপর নির্যাতন চালায় অপহরণকারীরা। অপহরণের ৪ দিন পর পুলিশ আশঙ্কাজনক অবস্থায় শাহআলমকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ অপহরণকারী মূলহোতা আলমগীর হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে। জানা গেছে, গত ১৩ জানুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার প্রভাকরদী এলাকা থেকে শাহআলম ও আরিফ নামে দুই ব্যক্তিকে অপহরণ করে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী এলাকায় নিয়ে যায় অপহরণকারীরা। পরে তারা অপহৃতের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে শাহ আলমকে শারীরিকভাবে নির্যাতন চালানো হয়। এদিকে অপহরণকারীদের কবল থেকে আরিফ মুক্ত হয়ে বিষয়টি শাহআলমের পরিবারকে জানায়। পরে তার পরিবারের লোকজন ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে তারা আড়াইহাজার থানা পুলিশকে ঘটনাটি জানালে আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে উজান গোপিন্দী গ্রামের অপহরণকারী আলমগীর হোসেনের বাড়ি থেকে শাহআলমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
×