ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ নিহত দুই

প্রকাশিত: ০৪:০২, ১৯ জানুয়ারি ২০১৯

 ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ  নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৮ জানুয়ারি ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকসহ দুজন নিহত হয়েছে। জানা যায়, শুক্রবার ভোরে ওই স্থানে বালু বোঝাই ট্রাককে পেছন থেকে গোখাদ্য বোঝাই অপর একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালক কেবিনে আটকা পড়ে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ট্রাকের কেবিন কেটে চালক হালুয়াঘাট উপজেলার খোয়াজুরি গ্রামের মুক্তার হোসেনের ছেলে হাবিবুর রহমানের (৫০) মৃতদেহ উদ্ধার করে। অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় একই সড়কের এতিমখানা সংলগ্ন স্থানে মোটরসাইকেল ইউটার্ন করার সময় ময়মনসিংহগামী এমএস ট্রাভেলস মোটরসাইকেলের উপর উঠিয়ে দিলে আরোহী আজিজুল হক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজিজুল ইসলাম ময়মনসিংহ জেলার ভলুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামের হাজী আবদুল হাই ক্বারীর ছেলে। পার্বতীপুরে আরোহী স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, পার্বতীপুরে ট্রাকের নিচে চাপা পড়ে লিখন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় সুমন (৩৮) নামের অপর আরোহী আহত হন। শুক্রবার দুপুরে পার্বতীপুর শহরতলীর কেন্দ্রীয় লোকামোটিভ কারখানার (কেলোকা) সামনের পার্বতীপুর-সৈয়দপুর সড়কের লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। লিখন নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার দক্ষিণ সিঙ্গেরগাড়ি কছিম উদ্দিন মাদ্রাসা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। আহত সুমন একই এলাকার ইব্রাহিমের ছেলে। নড়াইলে চালক নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের ড্রাইভার মোস্তফা (৫০) নিহত ও ১৬ জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোস্তফা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নড়াইলের কালনা ঘাট থেকে খুলনাগামী যাত্রীবাহী বাস নড়াইল-যশোর সীমান্তবর্তী চাচড়া এলাকায় পৌঁছালে সামনের চাকার টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ১৬ জন আহত হয়। আহতদের নড়াইল ফায়ার সার্ভিস ও তুলারামপুর হাইওয়ে পুলিশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনে। এর মধ্যে গুরুতর আহত বাসের ড্রাইভার মোস্তফাকে নড়াইল সদর হাসপাতালে আনলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
×