ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তনের দাবি

প্রকাশিত: ০৩:৫৮, ১৯ জানুয়ারি ২০১৯

রাজশাহীর টেনিস  কমপ্লেক্সের নাম  পরিবর্তনের দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগেই রাজশাহী জাফর ইমাম আন্তর্জাতিক টেনিস কপ্লেক্সের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। জাফর ইমামের পরিবর্তে শহীদ কামারুজ্জামানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাডভোকেট শহীদ আব্দুস সালামের নামকরণের দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের এক আলোচনা সভায় তারা এ দাবি জানান। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সফিকুর রহমান রাজা, সাবেক মহানগর ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু ও তৈয়বুর রহমান। মুক্তিযোদ্ধাবৃন্দ বলেন, লাখ লাখ জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৪৭ বছর পরও রাজশাহীর আন্তর্জাতিক টেনিস কমপ্লেক্সের নাম মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার ও রাজাকার বাহিনীর অন্যতম সহযোগী জাফর ইমামের নামে রয়েছে। এতে রাজশাহীর মুক্তিযোদ্ধারা বিক্ষুব্ধ। তাই অবিলম্বে জাফর ইমামের নামের পরিবর্তে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ কামারুজ্জামানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ আব্দুস সালামের নামে নামকরণের জোর দাবি জানান। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের আগেই নাম পরিবর্তনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। অন্যথায় রাজশাহীর মুক্তিযোদ্ধারা মাঠে নামবেন বলেও হুঁশিয়ার করেন। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, জাফর ইমাম স্বাধীনতাবিরোধী ছিলেন এতে কোন সন্দেহ নেই। তার নামে রাজশাহী জেলা স্টেডিয়ামও হতে যাচ্ছিল। তখন আমরা আন্দোলন করে হতে দিইনি। টেনিস কমপ্লেক্সের ব্যাপারে জোরাল কোন দাবি উঠলে নাম পরিবর্তনের ব্যবস্থা নেয়া হবে।
×