ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিল্লালের লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও

প্রকাশিত: ০৩:৫৫, ১৯ জানুয়ারি ২০১৯

 বিল্লালের লেখাপড়ার  দায়িত্ব নিলেন ইউএনও

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভাব-অনটনের সংসারে গরিব পিতাকে আর্থিক সহযোগিতার কথা চিন্তা করে স্কুল ছেড়ে স্বল্প বেতনে হোটেল বয়ের কাজ নিয়েছে শিশু শিক্ষার্থী বিল্লাল হোসেন (১৪)। দিনশেষে রাত হলে সে ওই হোটেলে ঘুমিয়ে যায়। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কানে পৌঁছলে তিনি হোটেলে ছুটে যান। হোটেল বয় শিশু শিক্ষার্থীর কাছে সব কথা শুনে তার পড়ালেখার দায়িত্ব নেয়ার আগ্রহ জানান নির্বাহী কর্মকর্তা। বিল্লাল হোসেন আবারও স্কুলে ফিরবে এই আনন্দে সে আত্মহারা। নির্বাহী কর্মকর্তার এই মহানুভবতাকে সকলে সাধুবাদ জানিয়েছেন। সূত্র জানায়, বিল্লাহ হোসেন চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের গুলজার হোসনের ছেলে ও মাকাপুর বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। সদ্য প্রকাশিত জেএসসি পরীক্ষায় সে জিপিএ ৪.৪৫ পেয়ে উত্তীর্ণ হয়। গুলজার হোসেনের দুই ছেলে। বিল্লাল হোসেন বড়। অভাবের সংসারে অতিকষ্টে জেএসসি পর্যন্ত পড়ালেখা করতে পেরেছে বিল্লাল। সংসারের অভাব ঘুচাতে সে লেখাপড়া বাদ দিয়ে পিতামাতার অনুমতি নিয়ে সম্প্রতি চৌগাছার একটি হোটেলে হোটেল বয়ের কাজ নেয়। সারাদিন কাজ শেষে রাতে হোটেলের মধ্যেই ঘুমায়। হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা হয় বিল্লাল হোসেনের। এ সময় সে তার কষ্টের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি শোনার পর হোটেলে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এক পর্যায়ে শুক্রবার দুপুরে তিনি হোটেলে উপস্থিত হয়ে শিশুটির নিকট তার পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটি শোনেন।
×