ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৭:২৪, ১৮ জানুয়ারি ২০১৯

ফ্যাশন সংবাদ

কে ক্র্যাফট হালকা শীত, ছুটির আমেজ, নতুন বছরে নতুন লক্ষ্যে নামার আগে বেড়াতে তো যেতেই হবে। মন তো তৈরি, অনুষঙ্গ তৈরি তো? সারাদিন ঘুরে বেড়ানো, একস্থান থেকে অন্যস্থানে যাওয়া এর জন্য আরামদায়ক পোশাক তো চাই-ই-চাই। কিন্তু ফ্যাশনেবলও হতে হবে পোশাকটি। তাই কে ক্র্যাফট আয়োজনে এনেছে হালকা শীতে পড়ার মতো ট্রেন্ডি টপস্, পঞ্চ, হুডি জ্যাকেট, টি-শার্ট, শার্ট, ডেনিম শার্ট । ট্রেন্ডি আধুনিক এবং আরামদায়ক পোশাকের আয়োজন যা মানিয়ে যাবে নানা পরিবেশে। শুধু তাই নয় বেড়াতে যাওয়ার অনুষঙ্গ তো শুধু পোশাক নয় চাই আরামদায়ক ব্যাগও। যা পোশাকের সঙ্গেও হওয়া চাই মানানসই। এছাড়া স্টাইলিশ স্কার্ফ, মাফ্লার হওয়া উচিত এই সময়ের সঙ্গী। আর এই সবকিছুই পাওয়া যাবে কে ক্র্যাফটের আয়োজনে। টুয়েলভ ক্লদিং ফ্যাশন হাউস টুয়েলভ ক্লদিং শীতের পোশাকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ক্রেতাদের চাহিদা পূরণ করতেই এ ছাড়ের আয়োজন করছে টুয়েলভ ক্লদিং। তারুণ্যকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে সব পোশাক। সমকালীন ফ্যাশনে থাকছে ট্রেন্ডি জ্যাকেট, ফরমাল স্যুট, ব্লেজার, ট্রাউজার এবং সোয়েটার। ডিজাইন এবং প্যাটার্নে থাকছে বৈচিত্র্যতা। এছাড়াও উইন্টার কালেকশনে রয়েছে ব্লেজার, হুডি, ডেনিম জ্যাকেট, সোয়েটার, জগার্স, ডেনিম শার্ট, ওয়েস্ট কোট, জিন্স, ভেস্ট, লেডিস জ্যাকেট, পঞ্চ, ডেনিম প্যার্ন্টসহ নানা ট্রেন্ডি পোশাক। পাশ্চাত্য ফ্যাশনের চলতি ধারার সঙ্গে সমন্বয় রেখে সবার জন্য বর্ণিল পোশাকে সেজেছে টুয়েলভ ক্লদিং। ৫০ শতাংশ ছাড় পাবেন টুয়েলভের সব শোরুমে। চিলড্রেনস ডে আর খেলাধুলার অধিকার কেউই ওদের থেকে কেড়ে নিতে পারে না। তাই, এই যান্ত্রিক শহর আর কংক্রিটের জঞ্জাল থেকে ওদের মুক্তি দিয়ে মন খুলে হৈচৈ আর খেলাধুলায় মেতে উঠাতে ফার্ম ফ্রেশ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে-এর। থাকছে পুতুল নাচ, সিসিমপুর, সার্কাস, আর্ট কম্পিটিশন, ৯উ মুভি, ৩উ বায়োস্কোপ, গ্রামীণ ঐতিহ্য, কিডস বুক স্টল, ফটো জোন, নিউট্রিশন বুথ, গেম জোন, ওপেন কুকিং স্টেজ, ফান রাউড জোন। এবার প্রথমবারের মতো উরভভবৎবহঃষু অনষব শিশুদের জন্য থাকছে বিশেষ আয়োজন স্পেশাল গেমস, স্টেজ পারফরমেন্স ও তাদের পরিচালনায় ওপেন কুকিং স্টেজ । আগামী ২৫ ও ২৬ জানুয়ারি ধানম-ির কলাবাগান মাঠে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে শিশুদের এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। তবে প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন লিংক : http://childrensday.akij.net
×