ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিলেটের বিপক্ষে ফেরার লড়াই ঢাকার

প্রকাশিত: ০৬:৫৬, ১৮ জানুয়ারি ২০১৯

সিলেটের বিপক্ষে ফেরার লড়াই ঢাকার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম পর্বে কেউ দাঁড়াতেই পারেনি ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। টানা চার ম্যাচ জিতে সিলেটে গিয়েছিল তারা। আর সেখানে গিয়ে প্রথম ম্যাচেই হারের প্রথম তিক্ত স্বাদ পেয়েছে কম শক্তিধর রাজশাহী কিংসের কাছে। তাই এবার দৃঢ়প্রতিজ্ঞ দলটি ঘুরে দাঁড়াতে মরিয়া। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুর ২টা থেকে তারা মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্সের। উল্টো ঘটনা ছিল সিলেটের জন্য, ঢাকা পর্বে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে ৩ ম্যাচে ১ জয় নিয়ে আসা দলটি নিজেদের মাঠেও প্রথম ম্যাচে হেরেছিল। তবে শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। আজ আরেকটি জয় পেতে উন্মুখ তারা। অপরদিকে, সন্ধ্যা ৭টায় পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দুই নম্বরে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে খুলনা টাইটান্স। ঢাকা পর্বে টানা ৪ ম্যাচ হারলেও সিলেটে এসেই তারা প্রথম জয়ের স্বাদ পেয়ে এখন আত্মবিশ্বাসী হয়েই নামবে। চলতি বিপিএলে সবচেয়ে খর্বশক্তির দল খুলনা টাইটান্স। কোন মহাতারকাই নেই দলটিতে। সেটার ছাপ পড়েছে মাঠের ক্রিকেটেও। ঢাকা পর্বে অন্য দলের সঙ্গে প্রতিযোগিতায় পেরে ওঠেনি তারা। রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটসের মতো পরাশক্তিদের কাছে পরাজয়ের পাশাপাশি খর্বশক্তির রাজশাহী কিংসের কাছেও বড় ব্যবধানে পরাজিত হয়েছে। ঢাকা পর্বের শেষ ম্যাচে অবশ্য প্রায় জিতে যাওয়া ম্যাচে টাই করে শেষ পর্যন্ত সুপার ওভারে হেরে যায় চিটাগং ভাইকিংসের কাছে। কিন্তু শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা এবং পাক পেসার জুনাইদ খান যোগ দেয়াতে বোলিং শক্তি বেড়েছে তাদের। সেজন্যই অধরা সেই জয়কে তারা ধরতে পেরেছে সিলেট পর্বে খেলতে নেমেই। রাজশাহীর বিপক্ষে প্রতিশোধ নিয়েছে ২৫ রানে জিতে। এবার অবশ্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের। ৫ ম্যাচেই অধরাবাহিক ছিল কুমিল্লা, কিন্তু দলটি দারুণ খেলে নিজেদের অবস্থান এখন দুই নম্বরে নিয়ে গেছে। ইমরুল কায়েসের নেতৃত্বে যদিও দলটির মূল শক্তি ওপেনার তামিম ইকবাল ফর্মে নেই। এভিন লুইসও ইনজুরিতে। তবে শামসুর রহমান প্রথম ম্যাচ খেলেই রান পেয়েছেন, এনামুল হক বিজয়ও গড়পড়তায় ভাল করছেন। আর বোলিংয়ে তো দুর্দান্ত ফর্মেই আছেন মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, শহীদ আফ্রিদিরা। তবে এরচেয়ে বড় কথা শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিংও অনেক বড় শক্তি তাদের জন্য। সেজন্য ৫ ম্যাচে ৩ জয়ে এখন ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কুমিল্লা। টানা দুই ম্যাচ জিততে না পারা দলটির এবারই সুযোগ সেটা করার। অপরদিকে, নিজেদের মাঠে সিলেটের এবার প্রতিপক্ষ ঢাকা। টানা ৪ জয়ে উড়তে থাকা সাকিব আল হাসানের দলটিকে মাটিতে নামিয়েছে রাজশাহী। ব্যাটিং বিভাগে ধারাবাহিকভাবে সফল দলটি এদিন ধসে পড়েছিল। এবার সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েই নামবে আজ তারা। ঢাকা পর্বে সাকিবরা সিলেটকে সহজেই ৩২ রানে হারিয়েছিল। সেই স্মৃতিটাও বাড়তি আত্মবিশ্বাস দেবে ঢাকাকে। আর সিলেটের নানাবিধ সমস্যা তৈরি হয়েছে গত ম্যাচে রংপুরের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নেয়ার পর। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ইনজুরির কারণে খেলবেন কিনা নিশ্চিত নয়। ইমরান তাহিরও চলে গেছেন। তবে প্রোটিয়া পেস অলরাউন্ডার ওয়েন পারনেলকে পেয়েছে তারা। এছাড়া রংপুরের মতো শক্ত দলকে হারিয়ে এই মুহূর্তে দারুণ উজ্জীবিত ওয়ার্নাররা। গত ম্যাচে ওপেনার লিটন দাস বিধ্বংসী ইনিংস খেলে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছেন দলের। সাব্বির রহমানও ভাল ব্যাট করেছেন। এর সঙ্গে ফর্মে থাকা তাসকিন আহমেদের পেসে সঙ্গী সোহেল তানভীর আছেন।
×