ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পর্যটন শিল্প বিকাশে ১৩শ’ কোটির প্রকল্প

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ জানুয়ারি ২০১৯

পর্যটন শিল্প বিকাশে ১৩শ’ কোটির প্রকল্প

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, অমিত সম্ভাবনার অফুরন্ত উৎস বাংলাদেশের পর্যটন শিল্পকে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থানের অন্যতম উৎসে পরিণত করতে বর্তমান সরকার ১৩শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের অর্থ অবকাঠামোগত সুবিধা ও মানব সম্পদ উন্নয়নে ব্যয় হবে। তিনি বলেন, বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন ডেস্টিনেশনে পরিণত করতে সরকার একটি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করেছে এবং বাংলাদেশকে পৃথিবীর দেশে দেশে ব্র্যান্ডিং করতে নানামুখী প্রচার কার্যক্রম গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী আরও বলেন, পৃথিবীর পর্যটকরা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গর্জন শোনেনি, বাঘ দেখেছে কিন্তু রয়েল বেঙ্গল টাইগার দেখেনি, লেক দেখেছে কিন্তু রাঙ্গামাটির নয়নাভিরাম সৌন্দর্য দেখেনি। এসব দেখতে পর্যটকদের বাংলাদেশে আনার জন্য যথা সম্ভব সব কিছু করবে সরকার। -বিজ্ঞপ্তি
×