ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মইনুল হোসেনের জামিন বহাল

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ জানুয়ারি ২০১৯

মইনুল হোসেনের জামিন বহাল

স্টাফ রিপোর্টার ॥ মানহানির ১৪ মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে চেম্বার আদালত। হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর নো অর্ডার (কোন আদেশ নয়) দিয়েছে চেম্বার আদালত। এর ফলে মইনুল হোসেনের মুক্তিতে আর কোন বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি নুরুজ্জামানের আদালত এই আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট মোঃ মাসুদ রানা। মানহানির অভিযোগে শেরপুর, কুড়িগ্রাম, ভোলা, ঝিনাইদহ, রাজবাড়ী, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, কক্সবাজার, মাগুরা, নড়াইল, চট্টগ্রাম, যশোর ও নেত্রকোনায় দায়ের হওয়া মোট ১৪ মামলায় মইনুল হোসেনের মুক্তিতে আর কোন বাধা থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এই ঘটনায় দায়ের হয়েছে মোট ১৮টি মামলা। এর মধ্যে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছিলেন মাসুদা ভাট্টি নিজেই। সে মামলায় আগেই জামিন পেয়েছেন ব্যারিস্টার মইনুল।
×