ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আতিয়া মহলে জঙ্গী বিরোধী মামলায় তিন আসামি রিমান্ডে

প্রকাশিত: ০৬:৪৫, ১৮ জানুয়ারি ২০১৯

আতিয়া মহলে জঙ্গী বিরোধী মামলায় তিন আসামি রিমান্ডে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জেলার শিববাড়ির আতিয়া মহলে জঙ্গীবিরোধী ঘটনার মামলায় তিনজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার এই মামলার অন্যতম আসামি জহুরুল হক, আর্জিনা বেগম ও হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিম মামুনুর রশীদ সিদ্দিকী। এই তিনজনই পূর্বে বিভিন্ন জঙ্গী মামলায় গ্রেফতার হওয়া আসামি। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর আবেদনের প্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে বুধবার এ তিনজনকে ওই মামলার গ্রেফতার দেখানো হয়। ২০১৭ সালের ২৪ মার্চ আতিয়া মহলে জঙ্গীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান শুরু করে আইন শৃঙ্খলাবাহিনী। এ বছরের ২৮ মার্চ পর্যন্ত এ অভিযানে আতিয়া মহলের অভ্যন্তরে থাকা চার জঙ্গীই নিহত হয়। অভিযান চলাকালীন সময়ে ২৫মার্চ সন্ধ্যায় আতিয়া মহলের মাত্র ৪০০ গজ দূরে দুটি গ্রেনেড বিস্ফোরিত হয়ে নিহত হন সাতজন। এ সকল ঘটনায় পুলিশ বাদী হয়ে মোগলাবাজার থানায় দুটি পৃথক মামলা দায়ের করে। যা একই বছরের মে মাসের ১৩ তারিখ থেকে তদন্ত করছে পিবিআই। পিবিআই সিলেটের অতিরিক্ত সুপার সারোয়ার জাহান জানান, এ দুটি মামলার কার্যক্রমের এটিই প্রথম অগ্রগতি। তিনি জানান, গ্রেফতার জহুরুল হক, আতিয়া মহলে জঙ্গী অভিযানে নিহত জঙ্গী মনজিয়ারা বেগম ওরফে মর্জিনা বেগমের ভাই এবং আর্জিনা বেগম জহুরুল হকের স্ত্রী। এই দুজনই চট্টগ্রামের সীতাকুন্ড জঙ্গী আস্তানার মামলার আসামি। এছাড়াও গ্রেফতারকৃত হাসান চান্দিনা ও মীরসরাই জঙ্গী মামলার আসামি। এ তিনজনকেই আতিয়া মহলের জঙ্গীবিরোধী অভিযানের পর দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখান হয়েছে, তবে অপর মামলায় এখনও কোন গ্রেফতার নেই বলেও জানান পিবিআইয়ের এ কর্মকর্তা।
×