ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, মাদকসহ আটক ৭

প্রকাশিত: ০৬:১৬, ১৮ জানুয়ারি ২০১৯

বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত, মাদকসহ আটক ৭

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাষানটেক এলাকায় বাসের ধাক্কায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে পৃথকস্থানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ভাষানটেক এলাকায় বাসের ধাক্কায় তামান্না (২০) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ জানান, তামান্না ভাষানটেক দামাল কোট এলাকায় থাকতেন। কাফরুল একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করতেন। ওসি জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সকালে কর্মস্থলে যাচ্ছিলেন তামান্না। এসময় ভাষানটেক এলাকায় কাকলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে তামান্নার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি সাব্বির আহমেদ জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। কামরাঙ্গীরচরে অবৈধ অস্ত্র ও মাদকসহ দুজন গ্রেফতার ॥ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মোঃ মনির হোসেন ওরফে তোতা মিয়া (৩৮) ও মোঃ হাসান নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মধ্যরাতে র‌্যাব-৩ একটি দল তাদের আটক করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মনির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদককারবারি। র‌্যাব সদর দফতরের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, র‌্যাব-৩ এর একটি দল মধ্যরাতে খবর পায় কামরাঙ্গীরচর এলাকায় মাদকের বড় চালান লেনদেন হবে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি করে মনির হোসেনের কাছ থেকে ম্যাগাজিনসহ সিলভার রংয়ের একটি বিদেশী পিস্তল ও একটি ফায়ারকৃত গুলির খোসা এবং ৩৫ ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা মাদককারবারিসহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য। তারা ঢাকা জেলা ও মহানগরীর আশপাশে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডসহ মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। বাড্ডায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই নারীসহ তিনজন গ্রেফতার ॥ রাজধানীর উত্তর বাড্ডার একটি ফ্ল্যাট থেকে ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, তাজুল ইসলাম (৩০), রোকসানা বেগম (২৬) ও লিপি আক্তার (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ১০০ ইয়াবা ও ১ হাজার পুরিয়া হেরোইন জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ সূত্র জানায়, বুধবার রাতে পুলিশের কাছে সংবাদ আসে এলাকার ৬ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৪র্থ তলার একটি ফ্ল্যাটে মাদকের একটি বড় চালান ভাগাভাগি হচ্ছে। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় বাড্ডা থানার টহল পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর চেষ্টা করলে ওই তিনজনকে আটক করা হয়। তাদের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার ॥ পুরানো ঢাকার ওয়ারিতে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আবু সাইদ (৪৮) ও মালেকা বেগম নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুরানো ঢাকার ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×