ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মংলা বন্দরে আয় বেড়েছে ৫০ শতাংশ

প্রকাশিত: ০৪:৩০, ১৮ জানুয়ারি ২০১৯

মংলা বন্দরে আয় বেড়েছে ৫০ শতাংশ

আহসান হাবিব হাসান, মংলা ॥ মংলা বন্দরে রাজস্ব আয়ের ধারাবাহিক বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক বছরের ব্যবধানে এ রাজস্ব আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ। গত ২০১৬-১৭ইং অর্থবছরে রাজস্ব আয় বৃদ্ধির পরিমাণ ছিল ১৫ শতাংশ। ২০১৭-১৮ইং অর্থবছরে যা বেড়ে প্রায় ৫০ শতাংশে উন্নিত হয়েছে। পাশাপাশি বেড়েছে বন্দরে বিদেশী জাহাজের আগমন ও কার্গো হ্যান্ডলিং (পণ্যের ওঠা-নামা)। এক বছরের ব্যবধানে কন্টেনার আগমনের সংখ্যাও আড়াই গুণ বেড়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান জনকণ্ঠকে বলেন, ২০১২-১৩ইং অর্থবছরে বন্দরে বিদেশী জাহাজ এসেছিল ২৮২টি। ২০১৬-১৭ অর্থবছরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬২৩টিতে। একই সঙ্গে বন্দরে রাজস্ব আয় বৃদ্ধি পায় ২২৬ কোটি টাকা। এক সময়কার স্থবির মংলা বন্দরে ২০১৬-১৭ইং অর্থবছরে রাজস্ব ব্যয় বাদে নিট মুনাফা ছিল সাড়ে ৭১ কোটি টাকা। ২০১৭-১৮ইং অর্থবছরে নিট মুনাফা হয় ১০৯ কোটি টাকা। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ.কে.এম ফারুক হাসান, জনকণ্ঠকে বলেন, আমদানি-রফতানিতে আশার সঞ্চার করেছে মংলা বন্দর। চট্টগ্রাম বন্দরের তুলনায় মংলা বন্দরে কন্টেনার আনার খরচ বেশি।
×