ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্লাস্টিক মেলার উদ্বোধনকালে শিল্পমন্ত্রী

প্লাস্টিক পণ্যের মান উন্নততর হচ্ছে

প্রকাশিত: ০৪:২৮, ১৮ জানুয়ারি ২০১৯

প্লাস্টিক পণ্যের মান উন্নততর হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উৎপাদিত প্লাস্টিক পণ্যের গুণগতমান উন্নততর হচ্ছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুসারে প্লাস্টিক পণ্যের উৎপাদন বাড়াতে হবে। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৯-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। বিপিজিএমইএ’র সভাপতি মোঃ জসিম উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের প্লাস্টিক খাতকে আন্তর্জাতিক মানেরও পরিবেশবান্ধব খাতে পরিণত করা হবে। তিনি বলেন, মেলার মাধ্যমে স্থানীয় প্লাস্টিক শিল্পগুলো নতুন আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবে এবং বিদেশে নতুন বাজার সৃষ্টি হবে। এর আগে শিল্পমন্ত্রী বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ১৪তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৯ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এদিকে বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গার্মেন্টস এ্যাক্সেসরিজ এ্যান্ড প্যাকেজিং মেশিনারিজ এক্সপো-২০১৯-এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। শিল্পমন্ত্রী বলেন, উন্নয়নের পথে দেশকে পরিচালিত করতে জনগণ যে রায় দিয়েছে তা দেশকে কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছে দিবে। তিনি বলেন, ব্যবসায়ী সমাজের সমস্যাগুলো নিয়ে সরকার সচেতন আছে। এগুলোর দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ অর্জিত হবে। শিল্পমন্ত্রী এ সময় জনগণের কাছে সরকারের অঙ্গীকারসমূহ নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরে শিল্পমন্ত্রী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গার্মেন্টস এ্যাক্সেসরিজ এ্যান্ড প্যাকেজিং মেশিনারিজ এক্সপো-২০১৯-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
×