ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ১০ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:২৭, ১৮ জানুয়ারি ২০১৯

ব্লক মার্কেটে ১০ কোটি টাকা লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে ১৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ২১ লাখ ৭২ হাজার টাকা। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইনাইটেড ইন্স্যুরেন্স শেয়ার। কোম্পানিটির মোট ২ কোটি ৮৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন। কোম্পানির ১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ড্যাফোডিল কম্পিউটার ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৬৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে - ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ড্রাগন সুয়েটার এ্যান্ড স্পিনিং, ইনটেক লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ভিএফএস থ্রেড ডায়িংয়। -অর্থনৈতিক রিপোর্টার মার্কেন্টাইল ব্যাংকের মৃত পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের সাবেক উদ্যোক্তা পরিচালক মরহুম মোঃ তাবিবুল হকের শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির এই উদ্যোক্তা পরিচালকের সর্বমোট ২৪ লাখ ২০ হাজার (২২ লাখ মূল এবং ২ লাখ ২০ হাজার) শেয়ার উত্তরাধিকার সূত্রে তার মেয়ে তানজিনা হকের কাছে হস্তান্তর করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×