ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ষা মৌসুমের কারণে নর্দার্ন জুটের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৪:২৭, ১৮ জানুয়ারি ২০১৯

বর্ষা মৌসুমের কারণে নর্দার্ন জুটের মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে বিক্রয় কমেছে ৭ শতাংশ। তারপরেও লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে কোম্পানিটি। এক্ষেত্রে কোম্পানিটির ব্যবসায় উন্নতি না হলেও শুধুমাত্র কাঁচামাল পাটের বর্ষাকালীন মৌসুমের কারণে এমনটি হয়েছে। তবে ভবিষ্যতে এ মুনাফা ধরে রাখা অনিশ্চিত। নর্দার্ন জুট কর্তৃপক্ষ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আর্থিক হিসাবের তথ্য প্রকাশের নির্দেশনা পুরোপুরি পরিপালন করছে না। গণমাধ্যমে কোম্পানিটি তথ্য প্রকাশ করছে না। চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১.০৯ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৬.৪৫ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১৭.৫৪ টাকা বা ২৭৩ শতাংশ। নর্দার্ন জুটের চলতি অর্থবছরের প্রথমার্ধে ২৯ কোটি ৪৬ লাখ টাকার পণ্য বিক্রয় হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ৩১ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় কমেছে ২ কোটি ৮ লাখ টাকা বা ৭ শতাংশ। এদিকে আগের অর্থবছরের প্রথমার্ধে বিক্রয়জনিত পণ্যে ব্যয় বা উৎপাদন ব্যয় হয়েছিল ২৭ কোটি ৯০ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৮৮ শতাংশ। তবে চলতি অর্থবছরের প্রথমার্ধে ৭৩ শতাংশ হারে ২১ কোটি ৫২ লাখ টাকার বিক্রয়জনিত ব্যয় হয়েছে। এই ব্যয় হ্রাসের কারণে কোম্পানিটি মুনাফায় ফিরেছে। চলতি বছরের প্রথমার্ধে উৎপাদন ব্যয় কমার পেছনে রয়েছে কাঁচামাল পাটের দাম কম। যা বর্ষাকালীন মৌসুমী পণ্য হওয়ায় এমনটি হয়েছে বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন।
×