ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আস্থা ভোটে টিকে গেলেন গ্রীসের প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৪, ১৮ জানুয়ারি ২০১৯

আস্থা ভোটে টিকে গেলেন গ্রীসের প্রধানমন্ত্রী

আস্থা ভোটে জিতলেন গ্রীসের প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস। বুধবার ৩শ’ আসনের পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থাভোটে ১৫১ এমপির সমর্থন নিশ্চিত করতে সক্ষম হন তিনি। এর ফলে আগাম নির্বাচন এড়াতে সক্ষম হয়েছেন তিনি। একইসঙ্গে প্রতিবেশী দেশ মেসিডোনিয়ার নতুন নামকরণ নিয়ে উদ্ভুত রাজনৈতিক বিতর্কে নিজের অবস্থান সংহত করলেন তিনি। বুধবারের ভোটাভুটিতে অংশ নেন ২৯৯ এমপি। নিজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন বামপন্থী দলের ১৪৫ এমপির বাইরে অন্য ছয় এমপির সমর্থন লাভে সক্ষম হন এ্যালেক্সিস সিপ্রাস। এর ফলে সামান্য ব্যবধানে আস্থা ভোটে তিনি উতরে যান। -বিবিসি
×