ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি

প্রকাশিত: ০৪:২৪, ১৮ জানুয়ারি ২০১৯

ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি

মার্কিন সরকার ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের যে ইঙ্গিত দিয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লাতিন আমেরিকার এই দেশটির সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর আলোচনা ভুল করার চেষ্টা করছে ওয়াশিংটন। সিনহুয়া। বার্ষিক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ‘আমরা ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ নিয়ে কথাবার্তার আভাস পাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোকে নয় বরং দেশটির পার্লামেন্টের কোন প্রতিনিধিকে স্বীকৃতি দিতে চায়। এসব কথাবার্তা অত্যন্ত উদ্বেগজনক।’
×