ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনাস্থা ভোটে টিকে গেলেন টেরেসা মে

প্রকাশিত: ০৮:৪৯, ১৭ জানুয়ারি ২০১৯

অনাস্থা ভোটে টিকে গেলেন টেরেসা মে

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রিটেনে অনাস্থা ভোটে অল্পের জন্য টিকে গেলেন প্রধানমন্ত্রী টেরেসা মে। মাত্র ১৯ ভোটের ব্যবধানে রক্ষা পায় মে সরকার। বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় উত্থাপিত অনাস্থা প্রস্তাবে মে সরকারের পক্ষে ৩২৫ এবং বিপক্ষে ৩০৬ ভোট পড়ে। রক্ষণশীল দলের বিদ্রোহী এমপি এবং ডিইউপি দলের সদস্যরা ২৪ ঘণ্টা আগে প্রধানমন্ত্রী টেরেসা মের ব্রেক্সিট পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিলেও অনাস্থা ভোটের সময় তারা মের পক্ষে অবস্থান নেন। পার্লামেন্টের নিম্নকক্ষে ছয় ঘণ্টা বিতর্ককালে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে লেবার পার্টির নেতা জেরেমি করবিন যুক্তি দেখান যে, টেরেসা মে দেশ পরিচালনার অধিকার হারিয়েছেন। বিরোধী নেতা করবিন টেরেসা মে সরকারের বিরুদ্ধে আবারও অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা নাকচ করেননি। খবর বিবিসির।
×