ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্প্রতি আলোচিত সব বিষয় নিয়ে লিখেছেন- রিফাত কান্তি সেন

আলোচিত খবর

প্রকাশিত: ০৭:৩৫, ১৭ জানুয়ারি ২০১৯

আলোচিত খবর

জ্যাকসনের তথ্যচিত্র! শিরোনাম দেখে অনেকে অবাক হতেই পারেন। ভাবছেন জ্যাকসন তো বেঁচেই নেই, তবে তিনি কি করে যৌন হয়রানি করবেন? আর তথ্যচিত্রই বা কেন প্রকাশ পাবে? কিন্তু বাস্তবতা হচ্ছে জনপ্রিয় এ পপ তারকাকে নিয়ে নির্মিত হয়েছে নতুন এক তথ্যচিত্র। যার নাম ‘লিভিং নেভারল্যান্ড’। জীবিত অবস্থায় একবার জ্যাকসনের বিরুদ্ধে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠে। আর সে বিষয়টিকে নিয়েই নির্মিত হয়েছে এ তথ্যচিত্র। তবে জ্যাকসনের মৃত্যুর এতদিন পর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করাতে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন জ্যাকসনের পরিবারের সদস্যরা। তারা বলেন, জ্যাকসনের বদনাম রটানোর জন্যই এ কাজটি করা হয়েছে। তথ্যচিত্রটি দুই পর্বের। এ মাসের শেষের দিকে সানডেন্স চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হবে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন ড্যান রিড। ফ্লপের ধাক্কায় ক্যাটরিনা! ‘ক্যাটরিনা কাইফ’ যার ক্যারিয়ারে উল্লেখযোগ্য বেশ কিছু ছবি উপহার দিয়েছিলেন ভক্তদের। তবে সবচেয়ে বেশি ছবি করেছেন সালমান খানের সঙ্গে। এবং ক্যারিয়ারে উত্থানের পেছনে ও সালমান খানের বেশ অবদান রয়েছে। তবে এবার সেই সালমান খানের কথা না শুনে বিপাকে পড়েছেন বলিউড সুন্দরী। টানা দুটি ছবিতেই ফ্লপ তিনি। ‘থাগস অব হিন্দোস্থান’ এবং ‘জিরো’ দুটি ছবিতেই ফ্লপ তিনি। বিগ বাজেটের এ ছবিগুলোতে মানুষের তেমন সাড়া পড়েনি। রীতিমতো বক্স অফিসে তো ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটি ভরাডুবি খেয়েছে। ছবি দুটি করতেই বলিউড সুলতান সালমান খান তাঁর বান্ধবী ক্যাটরিনাকে নিষেধ করেছিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন ক্যাটের চরিত্রটা এখানে তেমন উল্লেখযোগ্য নয়। আর এতে করেই ফ্লপের আশঙ্কা রয়েছে। ঠিক তেমনটাই ঘটল। তবে এবার আর ভুল করতে চান না ক্যাটরিনা। আবার সালমানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। ছবিটির নাম ‘ভারত’। ক্যাটের শেষ হিট ছবি ছিল ‘টাইগার জিন্দা হে’ । সে ছবিতে সালমানের সঙ্গে জুটি ছিল তাঁর। সারেগামাপা’য় আলো ছড়াচ্ছেন নোবেল! শুরুটা করেছিলেন জেমস, এলআরবি দিয়ে। এরপরই গাইলেন বলিউডের গান। তাঁর পরের গল্পটা রবীন্দ্রসঙ্গীতের জন্য বরাদ্দ রাখলেন। কিন্তু এরপরই নিয়ে এলেন মঞ্চে নজরুলসঙ্গীত। রীতিমতো ফাটাফাটি গলায় গাইলেন ‘ কারার ওই লৌহ কপাট’/ভেঙে ফেল কররে লোপাট।’ মঞ্চে ব্যতিক্রম বাদক দল। মাইনুল আহসান নোবেলের গানে দর্শকরা যেমন খুশি তেমনি অনুষ্ঠানটির বিচারকরা বেশ খুশি। গান শেষে তাই তো প্রশংসার বন্যায় ভাসলেন নোবেল। ১২ জানুয়ারি শনিবারের পর্বে নজরুলসঙ্গীত গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন নোবেল। হয়েছেন ‘ফারফর্মার অব দ্য উইক’ বিচারকদের রায়ে প্রতি সপ্তাহ শেষে এটি নির্বাচন করা হয়। মার্লোনের চরিত্রে বিলি! হলিউডের ছবি যারা দেখেন তাঁদের কাছে বেশ পরিচিত এক মুখ মার্লোন ব্রান্ডো। বিখ্যাত স্থাপতি বার্নার্ড জাজের লেখা স্মৃতিকথা অবলম্বনে তৈরি করা ছবি ‘ওয়ালজিং উইথ ব্রান্ডো’ ছবিতে দেখা যাবে বিলি জেইনকে। তিনি অভিনয় করবেন মার্লোন ব্রান্ডোর চরিত্রে। ছবিটির প্রযোজনা করেছেন বিলি নিজেই। ছবিটি ঘিরে এখনই ভক্তদের উৎসাহের কমতি নেই। ২০১১ সালের স্মৃতিকথামূলক বই ওয়ালজিং উইথ ব্রান্ডো- প্লানিং আ প্যারাডাইজ ইন তাহিতি অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। তবে ছবিতে আর কারা অভিনয় করছেন সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জাজের চরিত্রে কে অভিনয় করবেন সেটা নিয়েও রয়েছে সংশয়। ছবিটির স্ক্রিপ্ট লিখবেন বিল ফিশম্যান। পরিচালনাও তিনিই করবেন। আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি বলছে, এ বছরই নাকি ছবিটির শূটিং শুরু হওয়ার কথা।
×