ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাকুয়াম্যানের নায়িকা আম্বার হিয়ারড

প্রকাশিত: ০৭:৩৪, ১৭ জানুয়ারি ২০১৯

এ্যাকুয়াম্যানের নায়িকা আম্বার হিয়ারড

হলিউডি সুপার হিরো ফিল্ম ‘এ্যাকুয়াম্যান’ মুক্তি পেয়েছে সম্প্রতি। ডিসি কমিকসের আলোচিত চরিত্র এ্যাকুয়াম্যানের নানা দুঃসাহসী কর্মকা- নিয়ে আবর্তিত ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আম্বার হিয়ারড। জলমানবের বান্ধবী হিসেবে তার চমৎকার প্রাণবন্ত অভিনয় দর্শক মনে বেশ ঝড় তুলেছে। সুন্দরী আম্বার মিরা চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন পর্দায়। ৩২ বছর বয়সী হলিউডি সুন্দরী এই অভিনেত্রীকে সবাই বিখ্যাত অভিনেতা জনি ডেপের বউ হিসেবে চেনেন। ২০১৫ সালে তারা বিয়ে করলেও দাম্পত্য জীবন টেকসই হয়নি। দুই বছরের মাথায় তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ২০০৪ সালে হলিউডি স্পোর্টস ড্রামা ‘ফ্রাইডে নাইট লাইটসের’-এর মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল আম্বার হিয়ারডের। এরপর ‘নর্থ কান্ট্রি’, ‘আলফা ডগ’-এর মতো ছবিগুলোতে ছোটখাটো চরিত্রে অভিনয়ের পর, ২০০৬ সালে প্রথম প্রধান নারী চরিত্রে তাকে দেখা গিয়েছিল ‘অল দ্য বয়েজ লাভ ম্যান্ডি লেন’ ছবিতে। ২০০৭ সালে দ্য সি ডব্লিউ টিভি শো ‘হিডেন পামস’-এ উপস্থিত হয়ে চমক সৃষ্টি করেন আম্বার। তবে দর্শকদের নজরে আসার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হয়েছিল ‘নেভার ব্যাক ডাউন’ এবং ‘পাইনাপল এক্সপ্রেস’ ছবিগুলো। এ জন্য তিনি নতুন মুখের সাড়া জাগানো তন্বী অভিনেত্রী হিসেবে বিশেষ পুরস্কার লাভ করেছিলেন। আম্বার হিয়ারডের জন্ম টেক্সাসের অস্টিনে। স্কুলে গেলেও বেশি দিন নিয়মিত ছাত্রী হিসেবে টিকে থাকতে পারেননি। ঘরে বসে দূর শিক্ষা কোর্স কমপ্লিট করেন। যখন তার বয়স ১৬, তখন এক ঘনিষ্ঠ বন্ধু কার এ্যাক্সিডেন্টে মারা গেলে আম্বার তার ধর্ম বিশ্বাস বদলে ফেলেন। ক্যাথলিক ধর্ম ছেড়ে নাস্তিকে পরিণত হন তিনি। প্রথম দিকে মিউজিক ভিডিওতে উপস্থিত হয়ে নিজেকে শো বিজের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করেন। ছোট পর্দায় ম্যালা কাজ করেছেন আম্বার হিয়ারড আর অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাক এ্যান্ড ববি’, দ্য মাউন্টেন, ক্রিমিন্যাল মাইন্ডস, হিডেন পামস, টপ গিয়ার, দ্য প্লেবয় ক্লাব, ‘ওভারহাউলিন’ প্রভৃতি। বড় পর্দায় ২০০৪ সাল থেকে অভিনয় করছেন আম্বার। হলিউডে তাকে একজন সুন্দরী গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে নির্মাতারা আলাদাভাবে পছন্দ করেন। তার অভিনীত সাড়া জাগানো, সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ইনফরমারস’, এক্সটারমিনেটরস’, ‘দ্য জনসেস’, ‘জোম্বিল্যান্ড’, ‘দ্য স্টেপ ফাদার’, ‘দ্য রাম ডায়েরি’, ‘থ্রি ডেজ টু কিল, ‘ওয়ান মোর টাইম’, ‘দ্য ড্যানিস গার্ল’, ‘জাস্টিস লিগ’ প্রভৃতি। চলতি বছরে আম্বার হিয়ারড অভিনীত ‘হার স্মেল’, ‘লন্ডন ফিল্ডস’ ছবি দুটো মুক্তি পেয়েছে। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনায়ও যুক্ত হয়েছেন আম্বার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করে বেশ আলোচিত, প্রশংসিত হয়েছেন হলিউডি এই অভিনেত্রী। যৌন নিপীড়ন, পারিবারিক নির্যাতন থেকে নারীদের মুক্ত করতে ফ্রিদা পিন্টোকে সঙ্গে নিয়ে এসবের বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্ল্যাটফরম তৈরি করেছেন। ২০১৭ সালে ‘জাস্টিস লিগ’ ছবিতে তাকে মিরা চরিত্রে ততটা বিস্তৃতভাবে দেখা না গেলেও এবার ‘এ্যাকুয়াম্যান’ ছবিতে এ চরিত্রটির বিস্তার অনেক বেশি। এ কারণে দর্শকেরা তাদের প্রিয় অভিনেত্রীকে রুপালি পর্দায় ভালভাবে দেখার সুযোগ পেয়েছেন।
×