ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে ঝুটের ৭ গুদাম পুড়ে ছাই

প্রকাশিত: ০৭:৩২, ১৭ জানুয়ারি ২০১৯

গাজীপুরে ঝুটের ৭ গুদাম পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পাশে সাতটি ঝুটের গুদামে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া ৩ ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান ও স্থানীয়রা জানান, কোনাবাড়ির দেউলিয়াবাড়িতে কাশিমপুর কেন্দ্রীয় জেলখানার পাশের দেলোয়ার হোসেনের একটি ঝুটের গুদামে বুধবার রাত পৌনে আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশাপাশি স্থাপিত মোঃ সগীর, তাজুল ইসলাম, রমজান আলী, আবুল হাশেম, রতন মিয়া ও তুহিন মিয়ার ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। আগুনের ভয়াবহতায় পার্শ্ববর্তী কাশিমপুর কেন্দ্রীয় জেলখানার নিবাসী ও কর্মরতদের মাঝে উদ্বেগ দেখা দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কালিয়াকৈর, কাশিমপুর ও সাভার ইপিজেড স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। কারা কর্মকর্তাগণও ঘটনাস্থলে ছুটে গিয়ে খোঁজখবর নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া তিন ঘণ্টা চেষ্টার পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিল তারা।
×