ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বালক একক, দ্বৈতে এবং বালিকা দ্বৈতে বাংলাদেশ সেমিতে

প্রকাশিত: ০৭:১৬, ১৭ জানুয়ারি ২০১৯

বালক একক, দ্বৈতে এবং বালিকা দ্বৈতে বাংলাদেশ সেমিতে

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের ব্যাঙ্ককে চলমান ‘আইটিএফ এশিয়ান অ-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপ : ডিভিশন-২’-এর দ্বিতীয় প্রতিযোগিতার বালক এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মাহাদী হোসেন আলভি জর্ডানের সাইদ মাশনিকে, বাংলাদেশের রুমান হোসেন নেপালের অরভ হাদাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। অপরদিকে বাংলাদেশের জুবায়েদ উৎস জর্ডানের মোহাম্মদ আলটপের কাছে হেরে যায়। বালক দ্বৈতের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রুমান হোসেন ও পাকিস্তানের হামিদ ইসরার গুল জুটি বাংলাদেশের মাহাদী হাসান আলভি ও জুবায়েদ উৎস জুটিকে হারিয়ে সেমিতে ওঠে। বালিকা বিভাগে বাংলাদেশের মাসফিয়া আফরিন মঙ্গোলিয়ার এখরিলগুন বারবায়াকে জুটি ম্যাকাওয়ের জিং ইং চং ও নিকল কৃষ্ণা কু জর্জ জুটিকে হারিয়ে সেমিতে ওঠে। এছাড়া বালিকা এককের স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশের সব খেলোয়াড় জিতেছে। বালিকা এককে মাসফিয়া আফরিন ভুটানের সোনাম চুকি দর্জিকে, সুবর্ণা খাতুন কম্বোডিয়ার শ্রে নধ নাইমকে এবং সাদিয়া আফরিন নেপালের শুভাঙ্গি লাক্সি শাহকে হারায়। জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন স্পোর্টস রিপোর্টার ॥ এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ১৪ দলের অংশগ্রহণে ঢাকার পল্টনের শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গত মঙ্গলবার থেকে ‘জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা’র ২৯তম আসর শুরু হয়। তবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার। প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য, ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে এটাই রাসেলের প্রথম কোন আনুষ্ঠানিক কার্যক্রম। ইতোমধ্যেই ঢাকা, জামালপুর ও নওগাঁ জেলা এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।
×