ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিলান ছাড়তে মরিয়া হিগুয়েইন

প্রকাশিত: ০৭:১৬, ১৭ জানুয়ারি ২০১৯

মিলান ছাড়তে মরিয়া হিগুয়েইন

স্পোর্টস রিপোর্টার ॥ গত গ্রীষ্মকালীন দল বদলেই জুভেন্টাস থেকে এসি মিলানে নতুন করে ঠিকানা গড়েন গঞ্জালো হিগুয়েইন। কিন্তু সেখানেও নিজের জায়গাটাকে পাকাপোক্ত করতে পারছেন না এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এসি মিলান ছেড়ে এবার চেলসিতে যোগ দিতে যাচ্ছেন হিগুয়েইন। স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কার খবর, চেলসির প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছেন আর্জেন্টিনার তারকা এ ফরোয়ার্ড। চেলসিতে গেলে সাবেক কোচ মাউরিসিও সারির সঙ্গে পুনর্মিলনী হবে হিগুয়েইনের। ইতালিয়ান ক্লাব নেপোলিতে সারির অধীনে একটা মৌসুম খেলেছিলেন হিগুয়েইন। সেই ২০১৫-১৬ মৌসুমটি হিগুয়েনের ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম। সিরি এতে করেছিলেন ৩৬ গোল। সব মিলে মৌসুমে করেছিলেন ৩৮ গোল। এরপরই তিনি নেপোলি ছেড়ে যোগ দেন জুভেন্টাসে। গত জুলাইয়ে চেলসির দায়িত্ব নেন সারি। এরপর থেকেই হিগুয়েইনের দিকে হাত বাড়ান তিনি। কিন্তু গত গ্রীষ্মে লক্ষ্য পূরণ হয়নি। তবে হিগুয়েইনও জুভেন্টাসে থাকতে পারেননি। তারই সাবেক বন্ধুসতীর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জুভেন্টাসে যোগ দেয়ায় কপাল পুড়ে হিগুয়েইনের। রোনাল্ডোর আগমনে জুভেন্টাসের একাদশে জায়গা পাবেন না ভেবে হিগুয়েইন ধার চুক্তিতে যোগ দেন এসি মিলানে। মিলানের সঙ্গে হিগুয়েনের ধারে চুক্তিটা মৌসুমের শেষ পর্যন্ত। কিন্তু হিগুয়েন সাবেক গুরু সারির আহ্বানে সারা দিয়ে চেলসিতে যোগ দিতে রাজি হয়েছেন। এরই মধ্যে নাকি সব সমস্যা মিটিয়ে চেলসির সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন হিগুয়েইন। এখন দেখার বিষয় সেই সময়টা কখন আসে। এদিকে, বোকা জুনিয়র্স থেকে আর্জেন্টাইন অনূর্ধ্ব-২০ দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দিকে দলভূক্ত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। কোপা লিবার্তোদেসের ফাইনালিস্টদের হয়ে এবার মাত্র পাঁচটি লীগ ম্যাচে খেলেছেন এই সেন্টার ব্যাক। কিন্তু তাকে নিয়ে এর মধ্যেই বেশ কিছু ক্লাবের আগ্রহের ইঙ্গিত পাওয়া যায়। এর মধ্যে ১৫ মিলিয়ন ইউরোতে বালের্দিকে দলে ভেড়ায় বুন্দেসলীগার জায়ান্টরা। এ প্রসঙ্গে ডর্টমুন্ডের স্পোর্টিং পরিচালক মাইকেল জর্ক বলেন, ‘মূলত গ্রীষ্ম মৌসুমেই বালের্দিকে দলে ভেড়ানোর পরিকল্পনা করা হয়। কিন্তু ওই সময় তা সম্ভব হয়নি। লিওনার্দো বেশ প্রতিভাবান সেন্টার-ব্যাক। সে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে রক্ষণভাগ সামাল দেয়। তার মধ্যে অপার সম্ভাবনা আছে। তার অন্তর্ভূক্তিতে আমরা দারুণ আনন্দিত। আশা করছি সে তার দক্ষতা দিয়ে ভবিষ্যতে ডর্টমুন্ডকে সহযোগিতা করতে পারবে।’ ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার ডর্টমুন্ডের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছে বলে জানা গেছে।
×