ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ৪ মার্কিন সেনা নিহত

প্রকাশিত: ০৭:১৫, ১৭ জানুয়ারি ২০১৯

সিরিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে ৪ মার্কিন সেনা নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরিয়ায় আত্মঘাতী বিস্ফোরণে মার্কিন বাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় একজন সাধারণ পথচারীরও মৃত্যু হয়েছে। ২০১৫ সালে সিরিয়ায় মার্কিন বাহিনী মোতায়েনের পর এটিই তাদের ওপর সবচেয়ে বড় ধরনের হামলা। বুধবার মানবিজ শহরে মার্কিন বাহিনীর টহল চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মার্কিন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এমন এক সময়ে এ বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটল যখন সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গীগোষ্ঠী আইএস। নিজেদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ দায় স্বীকার করে তারা। এতে বলা হয়, বিদেশী বাহিনীর টহলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানান, হামলায় চার সেনা সদস্য নিহত এবং তিন সেনা সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সিরিয়ায় মোতায়েন সামরিক জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত মহড়া চলার সময়ে এক বিস্ফোরণে মার্কিন বাহিনীর সদস্যরা নিহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, মানবিজের একটি রেস্টুরেন্টে সিরিয়ার যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করছিল মার্কিন বাহিনী। ওই রেস্টুরেন্টটিকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।
×