ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকাকে মাটিতে নামাল রাজশাহী

প্রকাশিত: ০৭:১১, ১৭ জানুয়ারি ২০১৯

ঢাকাকে মাটিতে নামাল রাজশাহী

মিথুন আশরাফ ॥ আকাশে উড়ছিল ঢাকা ডায়নামাইটস। টানা চার ম্যাচের চারটিতেই জিতেছিল। অবশেষে ঢাকাকে মাটিতে নামাতে পারল রাজশাহী কিংস। পঞ্চম ম্যাচে এসে ঢাকা হার দেখল। রাজশাহীর কাছে ২০ রানে হারল ঢাকা। বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম হারের স্বাদ পেল ঢাকা। ঢাকা পর্বে উড়েছে ঢাকা। সিলেট পর্বে সেই ওড়া থেমেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৬ রান করে। মার্শাল আইয়ুব খেলতে নেমেই ৪৫ রানের ইনিংস উপহার দেন। শাহরিয়ার নাফীসও ২৫ রান করেন। সুনীল নারাইন ৩ উইকেট নেন। রাজশাহী যে স্কোর গড়ে এরপর ঢাকা যে ম্যাচ জিততে চলেছে, টানা পাঁচ ম্যাচ জিততে চলেছে; সেই ধারণাই হয়। কারণ, ঢাকা যে প্রতি ম্যাচেই বড় স্কোর গড়ছিল। কিন্তু সিলেটে গিয়ে ঢাকার যে এমন হাল হবে, তা ভাবাই যায়নি। ১৩৭ রান করে জিতবে দূরে থাক, ১১৬ রানের বেশি করতেই পারেনি। ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে এই রান করে প্রথম হার হয় ঢাকার। ঢাকাকে মাটিতে নামাল রাজশাহী। ঢাকার একমাত্র ব্যাটসম্যান হিসেবে নুরুল হাসান সোহান (২১) ২০ রানের উর্ধে করতে সক্ষম হন। আরাফাত সানি তো অসাধারণ বোলিং করেন। ৪ ওভার বল করে ১ মেডেনসহ ৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন আরাফাত। রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন ২ উইকেট। এবারের আসরে ঢাকায় ঢাকা ডায়নামাইটসের খেলা হলে কিংবা ছুটির দিন শুক্রবার খেলা হলে স্টেডিয়াম ভর্তি দর্শক দেখা গেছে। কিন্তু সিলেটে তো তাও দেখা যাচ্ছে না। ঢাকার মতো সিলেটেও বিবর্ণ বিপিএল! দর্শক খড়ার সঙ্গে চলছে রান খড়াও। রান যে হচ্ছে না, এটিই যেন বিপিএলকে সবচেয়ে বেশি বিবর্ণ করে তুলছে। রান হলে, স্কোর বড় হলে; ব্যাটসম্যানদের কাছ থেকে ধুমধড়াক্কা ব্যাটিং মিললে যে দর্শক স্টেডিয়ামে যাওয়ার ভাবনা করতে বাধ্য হবে। কিন্তু তাই হচ্ছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় সিলেটের খেলা হলেও দর্শক স্টেডিয়ামুখী হচ্ছে না। দর্শক টানতে পারছে না এবারের বিপিএল। ঢাকা পর্বের শেষ ম্যাচটিতে তুমুল উত্তেজনা, চরম প্রতিদ্বন্দ্বিতা মিলেছে। রান হয়েছে দুই শ’ ছুঁই ছুঁই। প্রতিপক্ষ দলও জয়ের একেবারে কাছাকাছি গিয়ে হেরেছে। এছাড়া আরেকটি ম্যাচ ‘সুপারওভারে’ যাওয়াতে আমেজ দেখা গেছে। ঢাকা পর্বে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স ম্যাচটিতে সবচেয়ে বেশি দর্শক দেখা গেছে। দুই দলই বড় স্কোর করেছে। সেই ম্যাচটিও একেবারে শেষ মুহূর্তে গিয়ে শেষ হয়েছে। এ সবই হয়েছে ঢাকা পর্বের শেষদিকে। শুরুর দিকে তো দর্শকই স্টেডিয়ামমুখী হয়নি। খেলা শুরুর সময়ও বদলানো হয়েছে। শেষ মুহূর্তে দর্শক মিলেছে। তবে সেটিও আশানুরূপ নয়। ঢাকা ডায়নামাইটসই প্রতি ম্যাচে বড় স্কোর গড়ে যা আমেজ ধরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু সিলেট পর্বের দুইদিন হয়ে গেল। বিবর্ণই দেখা যাচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তো রানে গতিই নেই! মঙ্গলবার শুরু হয়েছে সিলেট পর্ব। প্রথম দিনটি তো ডুবন্ত! প্রথম ম্যাচে ১২৮ রান করেও জিতেছে খুলনা টাইটান্স। দ্বিতীয় ম্যাচে ‘হোম ভেন্যু’তে সিলেট তো আরও খারাপ খেলেছে। দলটি ৬৮ রানেই গুটিয়ে গেছে। কী করুণ দশা। বুধবার প্রথম ম্যাচেও রান খড়াই দেখা গেছে। একদিন আগেই ১০৩ রানে গুটিয়ে গিয়ে হারা রাজশাহী কিংস বুধবার ১৩৬ রানের বেশি করতে পারেনি। এই রানেই আবার ঢাকাকে হারিয়ে দিয়েছে রাজশাহী। কী বাজে অবস্থা উইকেটেরও। এমন হলে কী আর দর্শক স্টেডিয়ামে আসবে? ঢাকাকে থামিয়ে একচেটিয়া আধিপত্য রক্ষা করা গেছে। কিন্তু দর্শক স্টেডিয়ামমুখী না হলে, বিপিএল আকর্ষণীয় হয়ে না উঠলে, আমেজ না থাকলে, রান খড়াতেই ডুবে থাকলে, ‘ফ্লপ’ শো-ই না থেকে যায় এবারের বিপিএল! বিপিএলে এবার ঢাকা নিজেদের প্রথম ম্যাচটিই খেলে রাজশাহীর বিপক্ষে। সেই ম্যাচটিতে জিতে। রাজশাহীকে উড়িয়ে দেয়। কিন্তু এবার দুই দলের মধ্যকার দ্বিতীয় লড়াইয়ে ঢাকা হারে। স্কোর ॥ রাজশাহী কিংস ইনিংস ১৩৬/৬; ২০ ওভার (মিরাজ ১, শাহরিয়ার ২৫, মার্শাল ৪৫, ডয়েশ্চেট ১৬, জাকির ২০, জঙ্কার ৯*, সেকুগে ২, উদানা ৩*; নারাইন ৩/১৯)। ঢাকা ডায়নামাইটস ইনিংস ১১৬/৯; ২০ ওভার (জাজাই ৬, নারাইন ১, রাসেল ১১, রনি ১৪, সাকিব ১৩, পোলার্ড ১৩, নাইম ১৭, সোহান ২১, রুবেল ০, আসিফ ৬*, আলিস ০*; আরাফাত ৩/৮, মিরাজ ২/১৮)। ফল ॥ রাজশাহী কিংস ২০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ আরাফাত সানি (রাজশাহী কিংস)।
×