ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বেতন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫৫, ১৭ জানুয়ারি ২০১৯

রূপগঞ্জে বেতন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৬ জানুয়ারি ॥ বকেয়া বেতন-ভাতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রফতানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এ কারণে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। বুধবার সকালে উপজেলার বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং এ্যান্ড ফিনিশিং ও নিট কম্পোজিট নামের পোশাক কারখানার শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা অভিযোগ করে জানান, অন্তিম নিটিং ডাইং এ্যান্ড ফিনিশিং ও নিট কম্পোজিট কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। এ কারখানায় গার্মেন্টস, নিটিং, ডাইং ও প্রিন্টিং সেকশন রয়েছে। এর মধ্যে নিটিং, ডাইং ও প্রিন্টিং সেকশনে কাজ করেন প্রায় ৩ হাজার শ্রমিক। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সব সেকশনের বেতন-ভাতা পরিশোধ করার কথা থাকলেও কারখানা মালিক পক্ষ তা পরিশোধ করছে না। কারখানার স্টাফদের ৪ মাস ও শ্রমিকদের ২ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এ মাসের ১০ তারিখ পার হয়ে গেলেও মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধ করেনি। বুধবার বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দিয়েছিল মালিকপক্ষ।
×