ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ০৬:৫৩, ১৭ জানুয়ারি ২০১৯

নড়াইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৬ জানুয়ারি ॥ সদরের কাড়ারবিল এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী রুম্মান হোসেন রোমিও (২৮) নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রোমিও নড়াইল সদরের মুধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে। নড়াইল সদর থানা পুলিশ জানান, একদল সন্ত্রাসী নড়াইল সদরের কাড়ারবিল এলাকায় অবস্থান করছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ একজনকে নড়াইল সদর হাসপাতালে আনলে চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য সোহাগ, মফিজুল ও নাজমুল আহত হন। তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় এক মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মইজুদ্দিন আহমেদ টুলু (৪৫)। পুলিশের দাবি দু’দল মাদক বিক্রেতাদের মধ্যে গোলাগুলির ঘটনায় চিহ্নিত মাদক বিক্রেতা টুলু নিহত হয়েছে। বুধবার সকালে তালা উপজেলার তেঁতুলিয়ার বিশ্বাসের মোড়ে রাস্তার ধার থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের মৃত সামছুল হক সরদারের ছেলে। তবে নিহত মইজুদ্দিন টুলুর স্ত্রী জানান, তার স্বামী আগে মাদক বিক্রি করলেও এখন তিনি একজন রড সিমেন্ট ব্যবসায়ী। গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় ২০ হাজার টাকাসহ মোটরসাইকেলে তিনি সাতক্ষীরা যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় কয়েক ব্যক্তি।
×