ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ী ও ছাত্রীসহ নিহত চার

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ জানুয়ারি ২০১৯

ব্যবসায়ী ও ছাত্রীসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে ব্যবসায়ী, চট্টগ্রামে কলেজছাত্রী, পাবনায় বৃদ্ধ, বাগেরহাটে হেলপার নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মাদারীপুর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শিবচরে ইজিবাইক-মাহিন্দ্রার সংঘর্ষে শাহজামাল মাদবর (৩৫) নামের এক স্টিল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শাহজামাল মাদবর উমেদপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত ইসমাইল মাদবরের ছেলে। জানা গেছে, শাহজামাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। শিবচর হয়ে ইজিবাইকে যাওয়ার সময় উমেদপুর ইউনিয়নের চান্দেরচর মৃধার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে শাহজামালসহ যাত্রীরা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে যান। শাহজামালের অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্রী। নিহত সোমা বড়ুয়া (১৮) ছিলেন সরকারী সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের ছাত্রী। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সোমা বড়ুয়া নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার রূপায়ণ বড়ুয়ার মেয়ে। তাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। প্রতিদিনের মতো এ দিনও কলেজে যাওয়ার উদ্দেশে রওয়ানা হন সোমা। কোতোয়ালি মোড় এলাকায় এসে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হন তিনি। একটি কাভার্ডভ্যান চাপায় তিনি প্রাণ হারান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় স্বজন ও সহপাঠীদের মধ্যে কান্নার রোল ওঠে। পুলিশ চালককে আটক ও কাভার্ডভ্যানটি থানা হেফাজতে নিয়েছে। সহপাঠীকে হারিয়ে প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করে তার বন্ধুরা। নগরীতে দিনের বেলায় ট্রাক কাভার্ডভ্যান চলাচল বন্ধের দাবিতে সিএমপি কমিশনারের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। পাবনা চাটমোহরে মহিষ চুরি করে পালানো চোরের দলকে ধরার চেষ্টাকালে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল আলহাজ রব্বান আলী (৬৫) নামে এক ব্যক্তির। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রামনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রব্বান উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানিয়েছে চাটমোহর উপজেলার চড়ইকোল গ্রামের জামাল প্রামাণিকের ছেলে এরশাদ আলীর বাড়ি থেকে একটি মহিষ চুরি করে কাভার্ডভ্যানে তুলে নিয়ে পালাচ্ছিল চোরের দল। ঘটনা টের পেয়ে এরশাদ আলী হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনকে বিষয়টি জানান। তিনি রামনগর গ্রামের পরিচিত কয়েকজনকে ফোন দিয়ে গাড়ি থামানোর অনুরোধ জানান। এরপর রব্বান আলীসহ এলাকাবাসী রাস্তায় দাঁড়িয়ে কাভার্ডভ্যান থামানোর চেষ্টা করে। এ সময় গাড়ি না থামিয়ে এলাকাবাসীর ওপর দিয়ে চালিয়ে দেয় চালক। রাস্তা থেকে অন্যরা সরে যেতে পারলেও রব্বানকে চাপা দিয়ে চোররা কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রব্বান আলীর মৃত্যু হয়। বাগেরহাট রামপালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের সহকারী আবদুর রহিম (১৭) নিহত হয়েছেন। এ সময় ট্রাক চালক শামীম শেখ (৩০) আহত হন। বুধবার সকালে খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার কদমদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আবদুর রহিম গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের শান্ত মোল্লার ছেলে। বাগেরহাট মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মলায়েন্দ্র নাথ রায় বলেন, বুধবার সকালে গোপালগঞ্জ থেকে মংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসা একটি প্লাস্টিকের ব্যারেল বোঝাই ট্রাক মহাসড়কের কদমদী এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের বাপাশে বসে থাকা চালকের সহকারী আবদুর রহিম আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের চালক শামীমও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
×