ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা ভাতা প্রদান

প্রকাশিত: ০৬:৪৫, ১৭ জানুয়ারি ২০১৯

শিক্ষা ভাতা প্রদান

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৬ জানুয়ারি ॥ মোহনগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৭৫ প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপবৃত্তি দিয়েছে উপজেলা সমাজসেবা অফিস। বুধবার কলেজ রোড বিদ্যালয় প্রাঙ্গণে প্রতি শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে ৭৫ শিক্ষার্থীকে দুই লাখ পঁচিশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন বিদ্যালয়ের সভাপতি জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আ. হান্নান রতন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্মা, সমাজ সেবা কর্মকর্তা মোহম্মদ মাসউল তালুকদার, প্রধান শিক্ষক আবদুর রব খান ঠাকুর, প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম আজাদ প্রমুখ। বই পড়া উৎসব নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ জানুয়ারি ॥ বুধবার দিনব্যাপী মাগুরায় অনুষ্ঠিত হয়েছে শিক্ষকদের বই পড়া উৎসব। জেলার ৫০৩টি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার শিক্ষক-শিক্ষিকা ২১ স্থানে দিনব্যাপী একযোগে বই পড়া এ উৎসবে অংশ নেন। সকাল সাড়ে ১০টায় মাগুরা শহরের ২নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বই পড়া উৎসবের উদ্বোধন হয়। সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা এ বি এম নুরুল হুদার সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি প্রধান অতিথি হিসেবে এ উৎসব উদ্বোধন করেন। শিক্ষা কর্মকর্তারা বলেন, শিক্ষকরা যে বই শিক্ষার্থীদের পড়াবেন, তা আগে থেকেই পড়া থাকলে পাঠদানের মান অনেক বৃদ্ধি পাবে।
×