ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু কন্যা হত্যার দায়ে পিতার যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ জানুয়ারি ২০১৯

শিশু কন্যা হত্যার দায়ে পিতার যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১৬ জানুয়ারি ॥ শিশু কন্যা হত্যার দায়ের পিতা শাহদাৎ হোসেন (৪২) কে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। বুধবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ এ রায় প্রদান করেন। এসময় আসামি পলাতক ছিল। জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাই আব্দুর রহমান গংদের ফাঁসাতে কলাপাড়া উপজেলার নীলগঞ্জে শাহদাৎ হোসেন তার শিশু কন্যা মুনিয়াকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে মারাক্তকভাবে আহত করে চাচাতো ভাইদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মুনিয়া পটুয়াখালী সদর হাসপাতালে মারা যায়। পরে মূল ঘটনা বেরিয়ে আসলে পুলিশ বাদী হয়ে ওই বছরের ৪ জুলাই কলাপাড়া থানায় পিতা শাহদাৎকে আসামি করে মামলা দায়ের করেন। শিবগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ী আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার কাগমারী থেকে মঙ্গলবার রাতে ২টি বিদেশী পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫’র চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল । র‌্যাব জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী গ্রামের দিলালপুর মোড়ে অভিযান চালিয়ে ইউ.এস.এ লিখা ২টি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, চারটি পিস্তলের ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ইফসুফ আলী কে আটক করে।
×