ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রীর আত্মহত্যা প্ররোচনাকারীদের দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ জানুয়ারি ২০১৯

ছাত্রীর আত্মহত্যা প্ররোচনাকারীদের দ্রুত বিচার দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বখাটেদের উত্ত্যক্তে অষ্টম শ্রেণীর ছাত্রী হালিমার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচার দাবি করেছে পরিবার। এলাকার জাহিদুল ইসলাম ওরফে বিদ্যুত মেম্বরের সেল্টারে থেকে আসামিরা মামলা প্রত্যাহারসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করা হয়। এদিন দুপুর ১২টার দিকে মৃত হালিমার চাচা আলাউদ্দিন সংবাদ সম্মেলন পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন, কচুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আমির আলী মোড়ল, মৃতের মা হাজেরা বেগম ও বড় ভাই আব্দুল্লাহ প্রমুখ। লিখিত বক্তব্যে আলাউদ্দিন জানান, গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট দেয়ার জন্য তার বড় ভাবি হাজেরা বেগম, ভাইপো আব্দুল্লাহ ভোটকেন্দ্রে যান। এ সময় আব্দুল্লাহর ছোট বোন রামনগর দারুস ছুন্নাত দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী হালিমা খাতুনও সঙ্গে ঘুরতে যায়। ভোট দিয়ে ফেরার পথে একই এলাকার ইউসুফ, নিরব, জীবন, সুমন, শান্ত, রাশেদসহ বেশ কয়েকজন হালিমাকে উত্ত্যক্ত করে। এছাড়া ওই বখাটেরা হালিমার হাত ধরে টানা হেঁচড়া করে। ঠেকাতে গেলে হালিমার মা ও ভাইকে কুপিয়ে এবং এলোপাতাড়ি পিটিয়ে আহত করে বখাটেরা। এসে হালিমা নিজের অপমান সইতে না পেরে পরদিন ৩১ ডিসেম্বর বেলা ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কিন্তু গত ১৬ দিন পার হলেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে আসামিরা প্রকাশ্যে থেকে মামলাটি প্রত্যাহারের জন্য বাদী ও তার পরিবারকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে।
×