ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভূমিদস্যুদের চক্রান্তের শিকার মুক্তিযোদ্ধার পরিবার

প্রকাশিত: ০৬:৪৩, ১৭ জানুয়ারি ২০১৯

ভূমিদস্যুদের চক্রান্তের শিকার মুক্তিযোদ্ধার পরিবার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ জানুয়ারি ॥ প্রভাবশালী ভূমিদস্যুদের চক্রান্তে জমির দখল নিতে পারছে না মুক্তিযোদ্ধা ডাঃ হাবিব উল্লাহর পরিবার। পুলিশ প্রশাসনসহ জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে জমির দখল বুঝে পেলেও অব্যাহত হুমকি দিয়ে আসছে চক্রটি। নানা প্রতারণার আশ্রয় নিয়ে দখলীয় জমি থেকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে। এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। জানা গেছে, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী মৌজায় ২১১, ২১২, ২১৩, ২১৪ ও ১৩১ নং দাগে মুক্তিযোদ্ধা ডাঃ হাবিব উল্লাহর ২৭ শতাংশ জমি রয়েছে। তার মৃত্যুতে ওয়ারিশসূত্রে ওই সম্পত্তির মালিকানা হয় স্ত্রী জাকিয়া হাবিবসহ তিন সন্তান। চাকরির কারণে পরিবারের সবাই ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অবস্থান করেন। এ সুযোগ নিয়ে ভূমি দখলদার প্রতারক চক্রের সঙ্গে যোগসাজশে এলাকার আসমা বেগম ও শহিদুল ইসলাম দম্পতি দীর্ঘদিন হাবিব উল্লাহর জমি থেকে মাটি কেটে নেয়াসহ নানা কৌশলে ভোগদখলের পাঁয়তারা করছে। সর্বশেষ গত শনিবার থানা পুলিশের অনুমতি নিয়ে দখলীয় জমিতে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বাধাসহ হুমকির মুখে পড়েন জাকিয়া হাবিব এবং কন্যা নাদিয়া আফরিন। কলাপাড়া থানায় পাল্টা মৌখিক অভিযোগে করে আসমা বেগম ও তার স্বামী শহিদুল ইসলাম। এরা দাবি করেন, সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে জমি বিক্রির হাতবায়না চুক্তি রয়েছে তাদের। এর প্রেক্ষিতে থানায় জাকিয়া হাবিব গং এবং অভিযুক্ত আসমা বেগমকে কাগজপত্র পর্যালোচনাসহ মীমাংসার জন্য তলব করা হয়। এদিন জাকিয়া হাবিব থানায় উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন আসমা বেগম ও শহিদুল দম্পতি।
×