ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গৃহায়নের কোন সম্পত্তি কাউকে দখল করতে দেয়া হবে না ॥ রেজাউল করিম

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ জানুয়ারি ২০১৯

গৃহায়নের কোন সম্পত্তি কাউকে দখল করতে দেয়া হবে না ॥ রেজাউল করিম

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কোন সম্পত্তি অবৈধভাবে কারও দখলে রাখতে বা দখল করতে দেয়া হবে না। এ সংস্থার জমি বা সম্পত্তি রাষ্ট্রীয় সম্পদ। সকল প্রকার প্রভাব-প্রতিপত্তি উপেক্ষা করে রাষ্ট্রীয় এ সম্পদ রক্ষা করা হবে। এ জন্য সকলকে তৎপর থাকতে হবে। ভূমি বা ফ্ল্যাটের নামজারিতে যাতে কেউ কষ্ট না পায়, বা অহেতুক কালক্ষেপণের শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। বুধবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ) সম্মেলন কক্ষে এনএইচএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। গণপূর্ত মন্ত্রী বলেন, সাধারণত বিত্তবৈভবের মালিক ও প্রভাবশালীরা সরকারী সম্পত্তি অবৈধভাবে দখল করে থাকে। এ জন্য প্রয়োজনে তারা আদালতের আশ্রয়সহ নানা কৌশল গ্রহণ করে। এসব অবৈধ দখলদাররা আদালতের আশ্রয় নিলে সরকারের পক্ষ থেকে অভিজ্ঞ, দক্ষ ও বিজ্ঞ আইনজীবীর সহায়তা নেয়া হবে। বিদ্যমান মামলা নিষ্পত্তির জন্যও এসব বিজ্ঞ আইনজীবীর সহায়তা নিয়ে দ্রুত মামলার নিষ্পত্তি করা হবে। কথিত প্রভাবশালীদের অবৈধ তৎপরতা বন্ধ করতে হলে কর্মক্ষেত্রে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করতে কাজের গতিশীলতা আরও বাড়াতে হবে।
×