ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে চলছে লোককারু শিল্পমেলা

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ জানুয়ারি ২০১৯

সোনারগাঁয়ে চলছে লোককারু শিল্পমেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশজ পণ্যের সমাহার আর লোকজ সংস্কৃতির উপস্থাপনায় সোনারগাঁয়ে শুরু হয়েছে মাসব্যাপী লোককারু শিল্পমেলা ও লোকজ উৎসব। মঙ্গলবার নারায়ণগঞ্জে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যাগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মৃৎশিল্পের প্রাচীন ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির দেখা মিলবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লোক কারুশিল্পমেলা ও লোকজ উৎসবে। স্টলগুলোতে নকশী কাঁথা, ঢাকাইয়া জামদানি, রংপুরের শতরঞ্জি, ময়মনসিংহের শীতল পাটি, বাঁশ বেত এবং চারু-কারু শিল্পের নানা পণ্যের সমাহার। বিভিন্ন স্টলে আরও রয়েছে পাটের নানা পণ্য, হাত পাখা নানা রকম পিঠাও। যা দেখতে আসছেন দর্শনার্থীরা। লোক সংস্কৃতির পরিবেশনাও রয়েছে এই মেলায়। নাগরদোলা কিংবা বায়োস্কোপের মতো প্রাচীন লোকজ সংস্কৃতির মেলবন্ধনে উৎসবের আমেজ পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে। শিল্পীরা বলেন, প্রাচীন ঐহিত্য টিকিয়ে রাখতে এই পেশায় আছেন তারা। আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতেই প্রতি বছর এমন মেলার আয়োজনের কথা জানান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক। মাসব্যাপী এই মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
×