ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এশিয়ান টাইগারের মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ

প্রকাশিত: ০৬:৩০, ১৭ জানুয়ারি ২০১৯

এশিয়ান টাইগারের মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিট প্রতি মুনাফা (ইপিইউ) বেড়েছে ৩৭ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথমার্ধে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ১৮) এই মুনাফা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির ইপিইউ হয়েছে ০.৫৯ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৩ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.১৬ টাকা বা ৩৭ শতাংশ। এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০১৮) ইপিইউ হয়েছে ০.২১ টাকা। যার পরিমাণ আগের বছরের ২য় প্রান্তিকে ছিল ০.২৭ টাকা। এক্ষেত্রে ইপিইউ কমেছে ০.০৬ টাকা ২২ শতাংশ। কোম্পানিটির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বাজার দরে ইউনিট প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১২.৭৯ টাকায়। কাট্টালি টেক্সটাইলের ক্যাটাগরি পরিবর্তন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টালি টেক্সটাইল ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ২০১৮ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। তাই আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেয়া যাবে না।
×