ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:২৯, ১৭ জানুয়ারি ২০১৯

শেয়ারবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবার উত্থান হলেও বুধবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছ যথাক্রমে ১৩২২ ও ২০১৭ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে ১ হাজার কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩৯ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৯ কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির বা ৩৬ শতাংশের, কমেছে ১৮৫টির বা ৫৪ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। কোম্পানিটির ২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৬৫ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক এবং ২১ কোটি ৫২ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা ব্যাংক। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড ফাইন্যান্স, বিএসসি, ফার্মা এইডস, অগ্রণী ইন্স্যুরেন্স এবং বিবিএস কেবসল। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই দিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৭৩ বারে ৯ লাখ ৫৫ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৮০ বারে ৩৩ লাখ ৮৫ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ১৭ লাখ ২৮ হাজার টাকা। তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৯২ বারে ৬ লাখ ৭৫ হাজার ৭৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৩৯ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে অগ্রণী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রুপালি ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইউনাইটেড ফিন্যান্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আর ৩৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×